ছেলেকে জয় উৎসর্গ করলেন মুশফিক

জয়ের কাছে গিয়েও হারের বেদনা কতটা তীব্র, তার চেয়ে বেশি বুঝি বাংলাদেশ দলে আর কেউ জানে না। নিশ্চয়ই অনেক বিনিদ্র রাত কেটেছে মুশফিকুর রহিমের। সেই তিনিই এবার ভারতকে হারানোর নায়ক। দেশের ক্রিকেটে ভীষণ দুঃসময়ে এসেছে বলে জয়টি দারুণ স্মরণীয়ও। জয়ের পর তাই মুশফিকের মনে পড়েছে প্রিয় সন্তানের কথা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2019, 07:15 PM
Updated : 4 Nov 2019, 10:50 AM

৪৩ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলে রোববার ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে জিতিয়েছেন মুশফিক। ভারতের বিপক্ষে গত কয়েক বছরে জমা হওয়া দুঃসহ স্মৃতির ভীড়ে যোগ করতে পেরেছেন একটি সুখস্মৃতি।

গত কিছুদিনের অস্থিরতার মধ্যে এই জয় দেশের ক্রিকেটে এনে দিয়েছে স্বস্তির সুবাতাস। মুশফিকও উপভোগ করছেন জয়ের আনন্দ। দারুণ ভালো লাগার মুহূর্ত বলেই তার মনে দোলা দিচ্ছে দেড় বছর বয়সী ছেলে মায়ানের ভাবনা।

“এই জয়, এই ইনিংস আমি আমার ছেলে মায়ানকে উৎসর্গ করতে চাই। ওকে অনেক মিস করি আমি। ও খুব দ্রুত বেড়ে উঠছে, টিভিতে আমার ছবি দেখে চিনতে পারে, এটা কে। আমি এই ফিফটি ও এই জয় ওকে উৎসর্গ করতে চাই।”