তাইবুর-শুভাগতর ব্যাটে ঢাকার লিড

আগের দিন বোলিংয়ে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে দারুণ পারফরম্যান্স উপহার দিলেন শুভাগত হোম চৌধুরী। অন্যপাশে সঙ্গী হিসেবে পেলেন তাইবুর রহমানকে। মিডল অর্ডারে এই দুই ব্যাটসম্যানের অবিচ্ছিন্ন জুটিতে রাজশাহীর বিপক্ষে লিড নিয়েছে ঢাকা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2019, 01:34 PM
Updated : 3 Nov 2019, 01:34 PM

৪ উইকেটে ২৮৪ রান তুলে জাতীয় লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচের দ্বিতীয় দিন শেষ করেছে ঢাকা। ৬ উইকেট হাতে রেখে তাদের লিড ৫৪ রানের। তাইবুর ৯৩ ও শুভাগত ৯২ রানে ব্যাট করছেন।

আগের দিন এক ওভার ব্যাট করে সেটি মেডেন খেলে ঢাকা। রোববার দ্বিতীয় দিনে শুরুটা ভালো হয়নি তাদের। ৪৫ রান তুলতেই দুই ওপেনার আব্দুল মজিদ ও সাইফ হাসানকে হারায় তারা।

জয়রাজ শেখের সাথে ৫২ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দেন রকিবুল হাসান। তবে থিতু হওয়া দুই ব্যাটসম্যানকে টানা দুই ওভারে ফিরিয়ে আবারও ঢাকাকে চাপে ফেলেন সানজামুল ইসলাম। ২১ রান করে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন জয়রাজ। ২৯ রানে এলবিডব্লিউ হন রকিবুল।

পঞ্চম উইকেটে এরপর জুটি গড়েন শুভাগত ও তাইবুর। দুজন মিলে ৫৩.৫ ওভারে যোগ করেন ১৮০ রান। ১৬৪ বলের অপরাজিত ইনিংসে আটটি চারের পাশাপাশি একটি ছক্কা মেরেছেন বাঁহাতি ব্যাটসম্যান তাইবুর। আর ১৬৯ বল খেলা ডানহাতি অফ স্পিনিং অলরাউন্ডার শুভাগত চার মেরেছেন সাতটি, ছক্কা একটি।

চার উইকেটের তিনটিই নিয়েছেন সানজামুল। ৩৩ ওভার বল করে দিয়েছেন ১০৬ রান।

সংক্ষিপ্ত স্কোর:

রাজশাহী ১ম ইনিংস: ৮৬.১ ওভারে ২৩০

ঢাকা ১ম ইনিংস: ৯১ ওভারে ২৮৪/৪ (মজিদ ১৬, সাইফ ২৮, জয়রাজ ২১, রকিবুল ২৯, তাইবুর ৯৩*, শুভাগত ৯২*; সানজামুল ৩৩-৬-১০৬-৩, ফরহাদ রেজা ৮-১-১৯-০, মুক্তার ১০-১-৩৯-০, সাকলাইন ২৬-৬-৮৬-১, শান্ত ১৩-৩-২৭-০, সাব্বির ১-০-৫-০)