মেহেদির অবিশ্বাস্য সেঞ্চুরির পর রাজ্জাকের ১০
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Nov 2019 06:22 PM BdST Updated: 03 Nov 2019 06:22 PM BdST
-
মেহেদি হাসান। ফাইল ছবি
মেহেদি হাসান যখন উইকেটে গেলেন, দল ততক্ষণে হারিয়ে ফেলেছে ৬ উইকেট। একটু পর আরও দুই উইকেট হারিয়ে রান দাঁড়াল ৮ উইকেটে ৮০। লিড পাওয়া তো বহুদূর, দলের একশ হওয়া নিয়েই টানাটানি। সেখান থেকে অসাধারণ এক সেঞ্চুরিতে খুলনাকে লিড এনে দিলেন তরুণ এই অলরাউন্ডার। পরে বল হাতে খুলনা অধিনায়ক আব্দুর রাজ্জাক পূর্ণ করলেন ম্যাচে ১০ উইকেট।
রোববার জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে আট নম্বরে ব্যাটিংয়ে নেমে মেহেদি খেলেছেন ১১৯ রানের ইনিংস। মিরপুরে রংপুরের বিপক্ষে প্রথম ইনিংসে খুলনা তুলেছে ২৩৩ রান। আগের দিন রংপুর করেছিল ২২৪ রান।
শেষ সেশনে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে রংপুর দ্বিতীয় দিন শেষ করেছে ৪ উইকেটে ৬৭ রান নিয়ে। ৬ উইকেট হাতে নিয়ে রংপুর এগিয়ে কেবল ৫৮ রানে।
প্রথম ইনিংসের ৭টির সঙ্গে দ্বিতীয় ইনিংসে এর মধ্যেই ৩ উইকেট যোগ করে ফেলেছেন রাজ্জাক।
খুলনা দিন শুরু করেছিল ২ উইকেটে ২৪ রান নিয়ে। ইমরুল কায়েস ও মইনুল ইসলাম বিদায় নিয়েছিলেন আগের দিনই। দ্বিতীয় দিনেও ছিল একের পর পর এক ব্যাটসম্যানের আসা-যাওয়া। প্রথম ৭ ব্যাটসম্যান মিলিয়ে করতে পারেন কেবল ৫৫ রান।
নবম ব্যাটসম্যান রুবেল হোসেন যখন উইকেটে গেলেন, ১৭ রানে অপরাজিত মেহেদি খুঁজছিলেন একজন সঙ্গী। রুবেল জোগালেন সেই ভরসা, মেহেদি ছুটলেন অপ্রতিরোধ্য ব্যাটিংয়ে।
এক প্রান্তে রুবেল উইকেট আঁকড়ে রাখেন, আরেক পাশে মেহেদি ব্যাট করেন ওয়ানডের গতিতে। বাউন্ডারি আসে প্রায় প্রতি ওভারেই।
রুবেলকে ৫ রানে রেখে মেহেদি পেরিয়ে যান ৫০। এগিয়ে যেতে থাকেন আরও। মাহমুদুল হাসানের অফ স্পিনে টানা দুই বলে বাউন্ডারিতে সেঞ্চুরি স্পর্শ করেন তিনি ১১৭ বলে। প্রথম শ্রেণির ক্রিকেটে মেহেদির এটি পঞ্চম সেঞ্চুরি।
নবম উইকেটে অভাবনীয় এই জুটি শেষ পর্যন্ত ভেঙেছে মেহেদির বিদায়েই। ১৫ চার ও ১ ছক্কায় ১৫০ বলে ১১৯ করে ফিরেছেন তরুণ পেসার মুকিদুল ইসলামের বলে।
রুবেলের সঙ্গে ১৩৩ রানের জুটিতে ১০২ রানই এসেছে মেহেদির ব্যাট থেকে। দলকে লিড এনে দিয়ে রুবেল অপরাজিত থেকে যান ৩৬ রানে।
শেষ ব্যাটসম্যান আব্দুল হালিমকে ফিরিয়ে রবিউল হক ধরেন তার পঞ্চম শিকার। প্রথম শ্রেণির ক্রিকেটের প্রথমবার ৫ উইকেটের স্বাদ পেলেন তরুণ এই পেসার।
খাদের কিনারা থেকে লিড পেয়ে উজ্জীবিত খুলনা এরপর বোলিংয়েও ভুগিয়েছে রংপুরকে। পেসার হালিম শুরুতেই ফিরিয়েছেন মাহমুদুলকে। পরে রাজ্জাক দ্রুত নিয়েছেন তিন উইকেট।
প্রথম ইনিংসে ৬৯ রানে ৭ উইকেটের পথে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০ উইকেট ছুঁয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। উপলক্ষ্য আরও স্মরণীয় করে রাখলেন ম্যাচে ১০ উইকেট নিয়ে।
ম্যাচে ১০ উইকেট শিকার করলেন রাজ্জাক এই নিয়ে ১১ বার। তৃতীয় দিনেও রংপুরের মূল চ্যালেঞ্জ হবে হয়তো তাকে সামলানোই।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর ১ম ইনিংস: ২২৪
খুলনা ১ম ইনিংস: ৭১ ওভারে ২৩৩ (আগের দিন ২৪/২) (এনামুল ২১, ইমরুল ৬, মইনুল ২, তুষার ১, ইমরান ৯, সোহান ১, জিয়াউর ৬, মেহেদি ১১৯, রাজ্জাক ৪, রুবেল ৩৬*, হালিম ৩; রবিউল ১৮-২-৪১-৫, মুকিদুল ১৮-৩-৭১-২, সাজেদুল ৮-২-১৯-২, আরিফুল ৪-১-১১-১, রিশাদ ১৫-১-৩৪-০, সোহরাওয়ার্দী ৩-০-৯-০, নাসির ৩-০-১২-০, মাহমুদুল ২-০-১৩-০)।
রংপুর ২য় ইনিংস : ২৬ ওভারে ৬৭/৪ (মারুফ ২৩, মাহমুদুল ১, সোহরাওয়ার্দী ২৪, নাঈম ১১, সাজেদুল ০*, নাসির ০*; হালিম ৫-২-৬-১, জিয়াউর ৪-০-১১-০, রুবেল ৩-০-১৭-০, রাজ্জাক ৮-০-১২-৩, মইনুল ৫-০-১৫-০ তুষার ১-১-০-০।
-
হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
-
আইএসএসবি’র মনোবিদদের সঙ্গে ক্রিকেটারদের সেশনের পরিকল্পনা
-
৭ মেডেন ও ২ রান দিয়ে নাহিদার ৪ উইকেট
-
‘কোহলি এবার যত ভুল করেছে, পুরো ক্যারিয়ারে করেনি’
-
শারীরিক পরীক্ষা করাতে সিঙ্গাপুরে সাকিব
-
’৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- টেক্সাসের স্কুলে হামলাকারীর মা বললেন, ‘ক্ষমা করো’