তাসকিন-শরিফুল্লাহর দাপটে বড় হারের শঙ্কায় চট্টগ্রাম
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Nov 2019 06:15 PM BdST Updated: 03 Nov 2019 06:16 PM BdST
তাসকিন আহমেদ ও শরিফুল্লাহর দুরন্ত বোলিংয়ে প্রথম ইনিংসে গুটিয়ে গেল একশর আগেই। ফলো-অনে পড়েও ব্যর্থ চট্টগ্রামের টপ-অর্ডার। ঢাকা মেট্রোর বিপক্ষে জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে ইনিংস পরাজয় এড়াতে লড়ছে দলটি।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৯৬ রান করেছে চট্টগ্রাম। প্রথম ইনিংসে ৪০৩ রানে অলআউট হওয়া মেট্রোর চেয়ে এখনও ২১৬ রানে পিছিয়ে আছে তারা।
প্রথম ইনিংসের শুরুটা মন্দ ছিল না চট্টগ্রামের। উদ্বোধনী জুটিতে ৩৪ রান যোগ করেন সাদিকুর রহমান ও ইরফান শুক্কুর। এরপরই স্বাগতিকদের ইনিংসে ধস নামান তাসকিন ও শরিফুল্লাহ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৯১ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। সর্বোচ্চ ২২ রান আসে সাদিকুরের ব্যাট থেকে।
৩০ রানে ৪ উইকেট নেন শরিফুল্লাহ। ৩৪ রানে ৩টি নেন তাসকিন। বাঁহাতি স্পিনার আসিফ হাসান ৭ রানে নেন ২ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৩ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় চট্টগ্রাম। ইনিংস লম্বা করতে পারেননি ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে তিনে নামা উইকেটকিপার-ব্যাটসম্যান মাহিদুল ইসলাম।
দিনের বাকিটা সময় তাসামুল হককে নিয়ে পার করেন পিনাক ঘোষ। গত রাউন্ডে ঝড়ো সেঞ্চুরি তুলে নেওয়া বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান অপরাজিত আছেন ৫৫ রানে।
দিনের শুরুটা অবশ্য অন্য রকম ছিল চট্টগ্রামের। ৪ উইকেটে ৩৫৭ রান নিয়ে দিন শুরু করা মেট্রোকে আর ৪৬ রান তুলতেই গুটিয়ে দেয় তারা। আগের দিনে ১৬২ রানে অপরাজিত ওপেনার সাদমান হোসেন ফেরেন ১৭৮ রান করে।
৭২ রানে ৩ উইকেট নিয়ে চট্টগ্রামের সেরা বোলার হাসান মাহমুদ। সমান ২টি করে উইকেট নেন ইফরান হোসেন, নাঈম হাসান ও মিনহাজুল আবেদীন আফ্রিদি।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা মেট্রো প্রথম ইনিংস: (আগের দিন ৩৫৭/৪) ১০৮.৪ ওভারে ৪০৩ (সাদমান ১৭৮, আজমীর ০, শামসুর ৫০, মার্শাল ৪০, আল আমিন ৮৩, জাবিদ ৮, শরিফুল্লাহ ০, শহিদুল ১৪, তাসকিন ১, নিহাদুজ্জামান ৮*, আসিফ ৪; হাসান ১৮-২-৭২-৩, ইফরান ২০-৩-৬৬-২, নাঈম্ ৩৪-৭-১১১-২, মেহেদী ১৩-২-৫৯-১, আফ্রিদি ১৮.৫-১-৭০-২, তাসামুল ৫-১-১৮-০)
চট্টগ্রাম ১ম ইনিংস: ৩০.৫ ওভারে ৯১ (সাদিকুর ২২, ইরফান ১০, পিনাক ১২, তাসামুল ২, ইয়াসির ৬, মাহিদুল ১, নাঈম ১২, মেহেদী ১, ইফরান ৮, হাসান ৯*, আফ্রিদি ২; তাসকিন ৮-১-৩৪-৩, শরিফুল্লাহ ১৫-৪-৩০-৪, শহিদুল ৪-০-১৫-১, আসিফ ৩.৫-০-৭-২)
চট্টগ্রাম ২য় ইনিংস: ৩৪ ওভারে ৯৬/৩ (সাদিকুর ১১, ইরফান ২, মাহিদুল ১০, পিনাক ৫৫*, তাসামুল ১৪*; তাসকিন ৬-২-১৬-১, শরিফুল্লাহ ৭-২-২৩-১, শহিদুল ৪-১-৪-০, আল আমিন ৭-১-১৮-১, আসিফ ৭-২-২৬-০, আজমির ২-০-৭-০, সাদমান ১-০-১-০)
-
সাবলীল লিটন, সাবধানী মুশফিক
-
শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
-
‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’
-
বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
-
দ. আফ্রিকার দুঃস্বপ্ন ভুলে আলোয় বাংলাদেশের ব্যাটিং
-
‘বাবার ঔষধ খেয়ে’ নিষিদ্ধ দ.আফ্রিকার হামজা
-
তামিমের সেঞ্চুরির দিনে শান্ত-মুমিনুলের হতাশা
-
‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ