বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2019, 06:45 PM
Updated : 3 Nov 2019, 10:53 AM

শনিবার ফাইনালে পাপুয়া নিউ গিনিকে ৭ উইকেটে হারায় ডাচরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৮ রান করে পাপুয়া নিউ গিনি। জবাবে এক ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় পিটার সিলারের দল।

রান তাড়ায় প্রথম ওভারেই উইকেট হারায় নেদারল্যান্ডস। তিনে নেমে ইনিংস লম্বা করতে পারেননি ম্যাক্স ও’ডাউড। তবে আরেক ওপেনার বেন কুপারের ৩৩ বলে ৪১ রানের ইনিংসে জয়ের পথে থাকে তারা।

দলীয় ৮২ রানে কুপারের বিদায়ের পর কলিন অ্যাকারমেনকে নিয়ে বাকি কাজটুকু সারেন রায়ান টেন ডেসকাট। ২৩ বলে ৩ ছক্কা ও ২ চারে ৩৪ রান করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

এর আগে পাপুয়া নিউ গিনি নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় সংগ্রহ গড়তে পারেনি। তিনে নেমে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন লেগা সিয়াকা।

২৪ রানে ৩ উইকেট নিয়ে নেদারল্যান্ডসের সবচেয়ে সফল বোলার ব্রান্ডন গ্লোভার। মারউই নেন ১৫ রানে ২ উইকেট।

ফাইনালের দুই দল ছাড়া বাছাইপর্ব থেকে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আয়ারল্যান্ড, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। বিশ্বকাপের গ্রুপ পর্বে এই ছয় দল খেলবে শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে। আট দলকে ভাগ করা হবে দুইটি গ্রুপে। গ্রুপ পর্ব থেকে চারটি দল যাবে সুপার টুয়েলভে।

২০১৮ সালের ৩১ ডিসেম্বরে টি-টোয়েন্টি দলগুলোর র্যাঙ্কিং অনুযায়ী ঠিক হয়েছে সুপার টুয়েলভের বাকি আটটি দল।