পাকিস্তানে তিন দিনের সিরিজ হারল কিশোররা

পাকিস্তান সফরে তিন দিনের দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2019, 01:11 PM
Updated : 2 Nov 2019, 01:11 PM

রাওয়ালপিন্ডির কেআরএল স্টেডিয়ামে ৭ উইকেটে হারে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজ ১-০এ জিতেছে পাকিস্তানের কিশোররা।

প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতাই মূলত বাংলাদেশের হারের কারণ। স্বাগতিক বোলারদের মিলিত আক্রমণের সামনে মাত্র ১০৮ রানে গুটিয়ে গিয়েছিল তারা। জবাবে দুই স্পিনার শামসুল ইসলামের পাঁচ ও আহসান হাবীবের চার উইকেট প্রাপ্তির পরও প্রথম ইনিংসে ২৩৮ রান করে পাকিস্তান, লিড নেয় ১৩০ রানের। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২২৭ রান করলেও পাকিস্তান পায় মাত্র ৯৮ রানের লক্ষ্য।

তারপরও ১৫ রানে ২ উইকেট তুলে নিয়ে লড়াইয়ের আভাস দিয়েছিলেন আহমদ শরিফ। কিন্তু আব্বাস আলির দৃঢ়তায় শেষ পর্যন্ত পেরে ওঠেনি সফরকারীরা।

৫১ বলে ৪টি চার ও এক ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন আব্বাস। ২৩ রানে ২ উইকেট নেন শরিফ।

দুই দলের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ৪, ৬ ও ৮ নভেম্বর।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ১ম ইনিংস: ৪৪.১ ওভারে ১০৮ (নাঈম ১৫, রেদওয়ান ৫০, আহসান ১৯; আহমেদ ২/১৮, আয়াজ ৩/৫, আলি ২/৩১)

পাকিস্তান অনূর্ধ্ব-১৬ ১ম ইনিংস: ৮৫.৪ ওভারে ২৩৮ (আলি ৫৯, আব্বাস ৩৭, ইবরার ৪৭; আহসান ৪/৬৩, শামসুল ৫/৮৮)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ২য় ইনিংস: ৯৩.৫ ওভারে ২২৭ (মিনহাজুল ৩১, নাঈম ৪৫, তৌহিদুল ৪০; আলি ২/৮৬, শেহজাদ ২/২৪, আলিয়ান ৩/৪০)

পাকিস্তান অনূর্ধ্ব-১৬ ২য় ইনিংস: ২২.৪ ওভারে ৯৮/৩ (আলি ২৯, আব্বাস ৪৩; শরিফ ২/২৩)

ফল: পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল ৭ উইকেটে জয়ী।

সিরিজ: ২ ম্যাচ সিরিজে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল ১-০তে জয়ী