শাহিনের ৭ উইকেটে বাংলাদেশের দিন

বল হাতে প্রতিপক্ষকে একাই গুঁড়িয়ে দিলেন শাহিন আলম। নিলেন সাত উইকেট। তার নৈপুণ্যে দুইশর আগে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের প্রথম ইনিংস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2019, 01:06 PM
Updated : 3 Nov 2019, 07:12 AM

চার দিনের দ্বিতীয় যুব টেস্টের প্রথম দিনে শনিবার ১৮৪ রান করে শ্রীলঙ্কা। ২ উইকেটে ৭১ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকরা। এখনও তারা পিছিয়ে ১১৩ রানে।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের প্রথম উইকেটের দেখা পেতে কেটে যায় ১৬ ওভার। ওপেনার অভিষেককে ফিরিয়ে ৪৬ রানের জুটি ভাঙ্গেন শাহিন, পরের ওভারে নেন আরও দুটি।

নিপুন দনাঞ্জয়াকে ফিরিয়ে চতুর্থ উইকেটের ৫৭ জুটিও ভাঙেন শাহিন। পরের ওভারে সবচেয়ে বড় বাধা বিক্রমসিংহকে তুলে নেন আশিকুর রহমান। এই ওপেনারের ব্যাট থেকে আসে ১০৫ বলে ১১টি চারে ৭৩ রান। মিডল অর্ডারের সঙ্গীদের নিয়ে অভিষকার ৪৭ রানের প্রতিরোধও ভাঙেন শাহিন।

১৭.৩ ওভারে ৬২ রানের খরচায় ৭ উইকেট নেন পেসার শাহিন।

ব্যাটিংয়েও বাংলাদেশকে ভোগাচ্ছেন বিক্রমসিংহে। ৪১ রানের জুটিতে অবশ্য শুরুটা ছিল দারুণ। টানা দুই ওভারে সাজিদ হোসেন ও প্রিতম কুমারকে তুলে নেন বিক্রমসিংহ। আলভি হককে নিয়ে ব্যাট করছেন ওপেনার প্রান্তিক নওরোজ।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস: ৫৪.৩ ওভারে ১৮৪ (ভিক্রমসিংহে ৭৩, অভিষেক ৮, রাভিন্দু ২, গোমেজ ০, নিপুন ২৯, অভিষকা ২, কাভিষকা ৪৭, দুনিথ ১৭, রাভিন ০, আমশি ০, রুভিন ০; মেহেদি ১৪-১-৩৬-১, শাহিন ১৭.৩-৫-৬২-৭, আশিকুর ১৪-০-৬০-২, আশরাফুল ৮-২-২৩-০, মেহেরব ১-০-২-০)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস: ২৩ ওভারে ৭১/২ (প্রান্তিক ২৮*, সাজিদ ২৬, প্রিতম ৬; আলভি ৮*; আমশি ৪-০-১৫-০. রুভিন ৪-০২২-০, ভিক্রমসিংহে ৫-১-১৪-২, দুনিথ ৭-২-৭-০, অভিষকা ১-০-৬-০, রাভিন ১-০-১-০, নিপুন ১-০-৬-০)