পাকিস্তানে হেরেই চলেছে মেয়েরা

পাকিস্তান সফরে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার পর ওয়ানডে সিরিজের শুরুটাও ভালো হলো না বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের। নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্যটা ধরাছোঁয়ার বাইরে না গেলেও ব্যাটিং ব্যর্থতায় হেরে গেছে রুমানা আহমেদের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2019, 11:51 AM
Updated : 2 Nov 2019, 12:02 PM

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২৯ রানে হেরেছে সফরকারীরা। ২১৬ রানের লক্ষ্যে ১৮৬ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। 

রান তাড়ার শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ৯ রানের মধ্যে অভিজ্ঞ পেসার সানা মিরের শিকার হন মুরশিদা খাতুন ও সানজিদা ইসলাম। এরপর শারমিন আক্তারকে নিয়ে ৩২ ও রুমানা আহমেদের সঙ্গে ৩৮ রানের দুটি জুটি গড়ে আউট হন ফারজানা হক।

দলীয় ১০৫ রানে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন ৬০ বলে ২৮ রান করা অধিনায়ক রুমানা। এরপর ভালো শুরু করেও থিতু হতে পারেননি ফাহিমা-জাহানারা-সালমারা। অনেকটা একার লড়াইয়ে ৭৭ বলে ৪টি চার ও এক ছক্কায় ৫৮ রান করেন কিপার-ব্যাটার নিগার সুলতানা।

পাকিস্তানের সানা মির ৪৯ রানে নেন ৩ উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের ৫৯ রানের উদ্বোধনী জুটিতে ভালো শুরুর পর জোড়া আঘাত হানে বাংলাদেশ। দুই রানের ব্যবধানে দুই উইকেট তুলে নিয়ে দলকে লড়াইয়ে ফেরান ফাহিমা খাতুন ও নাহিদা আখতার।

শেষ দিকে জাহানারা-পান্না ঘোষদের দারুণ বোলিংয়ে ৭ বল বাকি থাকতে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।

৪৪ রান খরচায় ৩ উইকেট নেন জাহানারা। আরেক পেসার পান্না নেন ১২ রানে ২টি। বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তার ৯ ওভারে মাত্র ১৫ রানের খরচায় নেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান মহিলা দল: ৪৮.৫ ওভারে ২১৫ (নাহিদা ৬৮, সিদরা আমিন ২১, জাভেরিয়া ২, বিসমাহ ৩৯, ওমাইমা ২৯, আলিয়া ৩৭, সানা ২, সিদরা নওয়াজ ১০, দিয়ানা ১, নাশরা ২*, সাদিয়া ১; জাহানারা ১০-১-৪৪-৩, পান্না ৬.৫-২-১২-২, সালমা ৯-০-৪৯-১, নাহিদা ৯-৩-১৫-২, ফাহিমা ৭-০-৪৮-১, রুমানা ৭-০-৪৪-০)

বাংলাদেশ মহিলা দল: ৪৭.৪ ওভারে ১৮৬(মুরশিদা ৪, শামিমা ২০, সানজিদা ০, ফারজানা ২৭, রুমানা ২৮, নিগার ৫৮, ফাহিমা ১২, জাহানারা ৭, সালমা ২০, নাহিদা ১, পান্না ০; দিয়ানা ১০-০-৪৩-২, সানা ১০-১-৪৯-৩, নাদিয়া ১০-১-৩৮-২, আলিয়া ৯-১-২৫-০, নাশরা ৮.৪-০-২৮-২)

ফল: পাকিস্তান মহিলা দল ২৯ রানে জয়ী।