ভারত সফরের আগে দেড়শ ছাড়িয়ে সাদমান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Nov 2019 05:24 PM BdST Updated: 02 Nov 2019 10:19 PM BdST
-
সাদমান ইসলাম।
ভারত সফরের দলে যোগ দেওয়ার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে প্রস্তুতিটা দারুণ হলো সাদমান ইসলামের। রানের দেখা পেলেন টপ ও মিডল অর্ডারের আরও তিন জন। সবার মিলিত অবদানে চট্টগ্রামের বিপক্ষে বড় সংগ্রহের পথে এগিয়ে গেছে ঢাকা মেট্রো।
তবে ব্যাটসম্যানদের দাপটের দিনে ভারত সফরের প্রস্তুতিটা ভালো হয়নি চট্টগ্রামের তরুণ অফ স্পিনার নাঈম হাসানের।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে প্রথম দিন শেষে ১৬২ রানে অপরাজিত আছেন সাদমান। অপরাজিত আরেক ব্যাটসম্যান জাবিদ হোসেনের সংগ্রহ ৭ রান। মেট্রোর সংগ্রহ ৪ উইকেটে ৩৫৭ রান।
আগের রাউন্ডে বরিশালের বিপক্ষে ম্যাচের তিন দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার ব্যাটিংয়ের তেমন সুযোগ পাননি সাদমান। শেষ দিনে অপরাজিত ছিলেন ১৭ রানে। এর আগের ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে একমাত্র ইনিংসে করেছিলেন মাত্র ৬ রান। তাই ভারত সফরের আগে বড় রান পাওয়ার এটাই ছিল শেষ সু্যোগ।
টস জিতে ব্যাটিংয়ে নামা মেট্রো শুরুতেই হারায় উইকেট। ওপেনার আজমির আহমেদকে শূন্য রানে ফেরান হাসান মাহমুদ। দ্বিতীয় উইকেটে অভিজ্ঞ শামসুর রহমানকে নিয়ে ৯৭ রানের জুটি গড়েন সাদমান। ঠিক ৫০ রান করে নাঈম হাসানের বলে উইকেটের পেছনে ধরা পড়েন শামসুর।
তৃতীয় উইকেটে অধিনায়ক মার্শালের সঙ্গে ৮০ রানের আরেকটি ভালো জুটি গড়া সাদমান সেঞ্চুরি তুলে নেন ১৮৪ বলে। সেঞ্চুরির পথে হাঁকান ১৪টি চার ও একটি ছক্কা।
দিনের সেরা জুটিটি গড়েন আল আমিন ও সাদমান। চতুর্থ উইকেটে ১৬২ রান যোগ করেন দুজনে। ১১০ বলে ৮৩ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে শেষ বিকেলে মেহেদী হাসান রানার বলে আউট হয়ে যান আল আমিন।
২৯ ওভারে ৯৭ রান দিয়ে মাত্র ১টি উইকেট পান নাঈম। ৬৫ রানে দুই উইকেট নিয়ে চট্টগ্রামের সেরা বোলার মেহেদী হাসান রানা।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা মেট্রো প্রথম ইনিংস: ৯০ ওভারে ৩৫৭/৪ (সাদমান ১৬২*, আজমীর ০, শামসুর ৫০, মার্শাল ৪০, আল আমিন ৮৩, জাবিদ ৭*; হাসান ১৪-১-৬৫-২, ইফরান ১৫-১-৫৮-০, নাঈম্ ২৯-৬-৯৭-১, মেহেদী ১৩-২-৫৯-১, আফ্রিদি ১৪-১-৫৩-০, তাসামুল ৫-১-১৮-০)
-
শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
-
‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’
-
বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
-
দ. আফ্রিকার দুঃস্বপ্ন ভুলে আলোয় বাংলাদেশের ব্যাটিং
-
‘বাবার ঔষধ খেয়ে’ নিষিদ্ধ দ.আফ্রিকার হামজা
-
তামিমের সেঞ্চুরির দিনে শান্ত-মুমিনুলের হতাশা
-
‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
-
বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- ছবি প্রকাশ, তাজমহলের সেই কুঠুরিতে ‘কোনো রহস্য নেই’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- ফের কমানো হল টাকার মান, ডলারের বাজার লাগামহীন
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- সালাহ ও ফন ডাইককে নিয়ে শঙ্কায় লিভারপুল
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ
- সাকিবের ‘চায়নাম্যান ডেলিভারি’ আগে দেখেননি ম্যাথিউস