উইন্ডিজ নারী দলের সহকারী কোচ হলেন ওয়ালশ

ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন ম্যানেজমেন্টে যোগ দিয়েছেন কোর্টনি ওয়ালশ। দলটির প্রধান কোচ গাস লগির সহকারী হিসেবে কাজ করবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক বোলিং কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2019, 09:37 PM
Updated : 1 Nov 2019, 09:37 PM

গত জুন-জুলাইয়ে হওয়া বিশ্বকাপ শেষে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় ওয়ালশের। এর আগে স্বদেশের ক্রিকেটের নির্বাচকের ভূমিকাতে ছিলেন সাবেক কিংবদন্তি এই পেসার।

গত মাসে স্বদেশের নারী দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়া লগির সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ভীষণ খুশি ওয়ালশ।

“গাসের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি খুশি-খেলোয়াড়ী জীবন শেষে আমরা আর এক দলে হওয়ার সুযোগ পাইনি। আমরা শুধু চাই, মেয়েরা তেমন ক্রিকেট খেলুক যেমনটা আমরা জানি তারা খেলতে সক্ষম।”

ক্যারিবিয়ান নারী ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন ম্যানেজমেন্টে আরও আছেন গায়ানার সাবেক ব্যাটসম্যান রায়ান গ্রিফিথ। ২০১৯ বিশ্বকাপ ও ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে পুরুষ দলের সহকারী কোচ ছিলেন তিনি।