জিম্বাবুয়ে ক্রিকেটে নতুন ভূমিকায় মাসাকাদজা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কিছু দিনের মধ্যেই জিম্বাবুয়ের ক্রিকেটে নতুন ভূমিকায় যুক্ত হলেন হ্যামিল্টন মাসাকাদজা। জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) 'ডিরেক্টর অব ক্রিকেট' পদে নিয়োগ পেয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2019, 02:56 PM
Updated : 30 Oct 2019, 02:56 PM

দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে বোর্ডের সাথে মাসাকাদজার যুক্ত হওয়ার বিষয়টি বুধবার জানায় দেশটির ক্রিকেট বোর্ড। আগামী শুক্রবার দায়িত্ব নিবেন তিনি।

বোর্ডের উপর সরকারি হস্তক্ষেপের কারণে সম্প্রতি আইসিসির নিষেধাজ্ঞা পেয়েছিল জিম্বাবুয়ে ক্রিকেট। চলতি মাসেই সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার পর তাদের সামনে এখন মূল চ্যালেঞ্জ অর্থনৈতিক সক্ষমতা অর্জন ও মাঠের পারফরম্যান্সের উন্নতি।

১৮ বছরের ক্যারিয়ারে সব সংস্করণ মিলিয়ে ৩১৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাসাকাদজা। গত সেপ্টেম্বরে চট্টগ্রামে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলে ক্যারিয়ারের ইতি টানেন তিনি।