সাকিবের জন্য ব্যথিত জামাল ভূইয়া

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান নিষেধাজ্ঞা পাওয়ায় মর্মাহত জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া। তবে নিয়ম ভাঙলে শাস্তি পেতে হবে, সেই কঠিন বাস্তবতাও মানছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2019, 10:19 AM
Updated : 30 Oct 2019, 10:24 AM

তিন দফায় জুয়াড়িদের প্রস্তাব পাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানানোয় মঙ্গলবার সন্ধ্যায় সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার কথা জানায় আইসিসি। তবে আগামী এক বছরের মধ্যে আর কোনো বিধি না ভাঙলে পরের বছরের শাস্তি স্থগিত থাকবে।

 

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বৃহস্পতিবার শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ফাইনালে টেরেঙ্গানু এফসির মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী। আগের দিনের সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে নিয়ে কথা বলেন জাতীয় দল ও চট্টগ্রাম আবাহনী অধিনায়ক জামাল।

“সাকিবের জন্য সরি। অনেক মানুষ সাকিবের কারণে ক্রিকেট ফলো করে। সে চমৎকার একজন খেলোয়াড় এবং সতিকারের নেতা। সবাই তাকে পছন্দ করে। আমি ক্রিকেট দেখি শুধু সাকিবের কারণে। কিন্তু সে যদি রুলস ফলো না করে, হি হ্যাজ টু টেক দ্যা পেনাল্টি।”