ব্যাটিং ব্যর্থতায় শেষ ম্যাচেও হার মেয়েদের

পাকিস্তান সফরে দৈন্য দশা কাটেনি বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের। ছোট লক্ষ্য তাড়ায় সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হেরে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশড হয়েছে সালমা খাতুনের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2019, 09:27 AM
Updated : 30 Oct 2019, 10:41 AM

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার শেষ টি-টোয়েন্টিতে ২৮ রানে হেরেছে সফরকারীরা। পাকিস্তানের দেওয়া ১১৮ রানের লক্ষ্য তাড়ায় ৮ উইকেটে ৮৯ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ১৪ ও ১৫ রানে হেরেছিল বাংলাদেশ।

টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার আয়শা জাফরকে বোল্ড করে দেন পেসার জাহানারা আলম। ১৯ রানের মাথায় অধিনায়ক বিসমাহ মারুফকে ফেরান আরেক পেসার পান্না ঘোষ।

তৃতীয় উইকেটে জাভেরিয়া খান ও উমাইমা সোহেলের জুটিতে বড় প্রতিরোধের মুখে পড়েন জাহানারা-রুমানারা।  ২৯ বলে ৩১ রান করা উমাইমার রান আউটে ভাঙে ৬৭ রানের জুটি।

রুমানা আহমেদ ও জাহানারার দারুণ বোলিংয়ে শেষ পর্যন্ত অবশ্য সংগ্রহ খুব বেশি বাড়াতে পারেনি স্বাগতিকরা। ৪৮ বলে ৭ চারে সর্বোচ্চ ৫৪ রানের ম্যাচ সেরা ইনিংস খেলেন জাভেরিয়া।

চার ওভারে ১২ রানে ৩ উইকেট নেন জাহানারা। রুমানা নেন ১৯ রানে ২টি।

লক্ষ্য তাড়ায় সাত ওভারের মধ্যে ১২ রানে ৪ উইকেট হারালে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। পঞ্চম উইকেটে নিগার সুলতানা ও ফারজানা হক ধীর ব্যাটিংয়ে ৫৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও শেষটা সুখকর হয়নি বাংলাদেশের।

ছবি: পাকিস্তান ক্রিকেট

একই ওভারে ফেরেন দুজনই। ৪৪ বলে ৫ চারে ৩০ রান করে রান আউট হন নিগার। ২৬ বলে ২৭ রান আসে ফারজানার ব্যাট থেকে। বাকিরা হারের ব্যবধান কমিয়েছেন মাত্র।

পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন আনাম আমিন ও সাবা নাজির। 

প্রতিপক্ষ অধিনায়ক বিসমাহ মারুফের সাথে যুগ্মভাবে সিরিজ সেরা হয়েছেন ৯ উইকেট ও ২০ রান করা জাহানারা।

একই মাঠে দুই ম্যাচ সিরিজের ওয়ানডে হবে ২ ও ৪ নভেম্বর।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান নারী দল: ২০ ওভারে ১১৭/৭ (আয়শা ২, জাভেরিয়া ৫৪, বিসমাহ ৪, উমাইমা ৩১, ইরাম ৫, কাইনাত ৬, সিদরা ১, দিয়ানা ৪*, সাবা ৪*; জাহানারা ৪-০-১২-৩, পান্না ৪-০-২১-১, লতা ২-০-১৮-০, ২-০-২৫-০, সানজিদা ২-০-২৫-০, রুমানা ৪-০-১৯-২, সালমা ৪-০-২২-০)

বাংলাদেশ নারী দল: ২০ ওভারে ৮৯/৮ (শামিমা ১, শারমিন ১, সানজিদা ০, নিগার ৩০, রুমানা ৫, ফারজানা ২৭, জাহানারা ২, সালমা ৯, পান্না ১০*, সানজিদা ২*; দিয়ানা ৪-১-১৪-১, আনাম ৪-১-১০-২, সাদিয়া ৪-১-২৫-০, কাইনাত ৪-০-১৮-২, সাবা ৪-০-২২-২)

ফল: পাকিস্তান নারী দল ২৮ রানে জয়ী

সিরিজ: পাকিস্তান নারী দল ৩-০ ব্যবধানে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: জাভেরিয়া খান

প্লেয়ার অব দা সিরিজ: জানাহারা আলম ও বিসমাহ মারুফ