এমসিসি ক্রিকেট কমিটি থেকে সাকিবের পদত্যাগ

আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ার পর এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2019, 06:49 PM
Updated : 29 Oct 2019, 06:57 PM

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও বিষয়টি গোপন করার দায়ে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তবে দোষ স্বীকার করায় এক বছরের শাস্তি স্থগিত থাকবে।

এর কয়েক ঘণ্টা পরেই মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) এক বিবৃতিতে সাকিবের সরে দাঁড়ানোর খবর দেয়।

২০১৭ সালে অক্টোবরে এই কমিটিতে জায়গা করে নিয়েছিলেন সাকিব। সিডনি ও বেঙ্গালুরুতে হওয়া কমিটির সভায় উপস্থিত ছিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।

২০০৬ সালে প্রতিষ্ঠিত এমসিসি ক্রিকেট কমিটিতে থাকেন বর্তমান ও সাবেক ক্রিকেটার ও আম্পায়াররা। প্রতি বছর দুই বার করে সভা হয় এই কমিটির। এর পরবর্তী সভা হবে ২০২০ সালের মার্চে, শ্রীলঙ্কায়।

ক্রিকেটের প্রাসঙ্গিক অনেক কিছু নিয়ে আলোচনা করে এই কমিটি। সমসাময়িক ক্রিকেটের আইন-কানুনসহ নানা পরিবর্তন ও ক্রিকেটের ভালো-মন্দ নিয়ে সুপারিশ করে আইসিসিকে।

কমিটি থেকে সাকিবকে হারাতে হওয়ায় দু:খপ্রকাশ করেছেন এই কমিটির চেয়ারম্যান মাইক গ্যাটিং। তবে এটা সঠিক সিদ্ধান্ত বলেও মনে করেন সাবেক ইংলিশ এই ব্যাটসম্যান।