আরও দৃঢ়ভাবে ফিরতে চান সাকিব

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি গোপন করে নিষিদ্ধ হওয়ার পর ভক্ত-সমর্থকদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা কাটিয়ে আরও দৃঢ়ভাবে ক্রিকেটে ফিরতে চান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2019, 02:53 PM
Updated : 30 Oct 2019, 10:12 AM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তবে আগামী এক বছরের মধ্যে আর কোনো বিধি না ভাঙলে পরের বছরের শাস্তি স্থগিত থাকবে।

শাস্তির ওই সিদ্ধান্তের পর বিসিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিজের ভুল স্বীকার করে সবার সমর্থন চান সাকিব।

"একটা জিনিস আমি বলতে চাই, যেভাবে আপনারা আমাকে সবসময় সহযোগিতা করে এসেছেন, বাংলাদেশের সব ক্রিকেট ভক্ত, সব মানুষ, বিসিবি, সরকার থেকে শুরু করে গণমাধ্যমের সবাই আপনারা যেভাবে সমর্থন করে এসেছেন আমার ভালো এবং খারাপ সময়ে, আশা করি আপনাদের সেই সমর্থনটা থাকবে।"

“এই সমর্থন যদি থাকে, তবে আমি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার ক্রিকেটে ফিরতে পারব। আগের চেয়ে আরও দৃঢ়ভাবে দায়িত্ব পালন করতে পারব। ধন্যবাদ সবাইকে।"

এই শাস্তির ফলে আগামী বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে পাবে না বাংলাদেশ।

প্রথম এক বছরের নিষেধাজ্ঞা কাটানোর সময়ে নতুন করে কোনো আইন না ভাঙলে পরবর্তী এক বছরের শাস্তি থেকে তিনি রেহাই পাবেন। সেক্ষেত্রে ২০২০ সালের ২৯ অক্টোবরের পর আবার মাঠে ফেরার সুযোগ পাবেন সাকিব।