মেহেদী হাসান রানার ৫ উইকেটে চট্টগ্রামের নাটকীয় জয়

ম্যাচের প্রথম দুই দিন ভেসে গেল বৃষ্টিতে। তৃতীয় দিনে ইফরান হোসেনের ছয় উইকেটে প্রথম ইনিংসে সিলেটকে অল্প রানে গুটিয়ে দেওয়ার পর পিনাক ঘোষের সেঞ্চুরিতে লিড নিল চট্টগ্রাম। শেষ দিনে আরেক পেসার মেহেদী হাসান রানার ৫ উইকেটে দ্বিতীয় ইনিংসেও ধসে গেল সিলেট। দুই দিনের লড়াইয়ে জয় তুলে নিল মুমিনুল হকের দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2019, 08:52 AM
Updated : 29 Oct 2019, 11:23 AM

জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে ৯ উইকেটে জয় পেয়েছে চট্টগ্রাম। শেষ দিনে সিলেটকে দ্বিতীয় ইনিংসে ১০৯ রানে গুটিয়ে দিয়ে নাটকীয় জয় তুলে নেয় তারা। চলতি আসরে এটাই তাদের প্রথম জয়।
 
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার প্রথম ইনিংসে ৬ উইকেটে ১৯১ রান নিয়ে দিন শুরু করে চট্টগ্রাম। উইকেটকিপার-ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কনের ২৯ রানে ভর করে ৯ উইকেটে ২২৯ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। ৮৬ রান খরচায় ৪ উইকেট তুলে নেন সিলেটের জাতীয় দলের পেসার আবু জায়েদ।
 
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই চট্টগ্রামের পেসারদের তোপের মুখে পড়ে সিলেট। দুই অঙ্কে পৌঁছাতে পারেন মাত্র তিন ব্যাটসম্যান। প্রথম ইনিংসের মতোই সর্বোচ্চ রান (৩১) আসে অধিনায়ক অলক কাপালীর ব্যাট থেকে। মাত্র ২৯ রানে শেষ ছয় উইকেট হারায় তারা। মেহেদী হাসান রানার ৫ উইকেটের পাশাপাশি দুটি করে উইকেট নেন অন্য দুই পেসার হাসান মাহমুদ ও ইফরান হোসেন।
 
ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই ফেরেন চট্টগ্রামের ওপেনার সাদিকুর রহমান। দ্বিতীয় উইকেটে ২৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ইরফান শুক্কুর ও পিনাক ঘোষ। ইরফান ২৬ ও পিনাক ১০ রানে অপরাজিত থাকেন।
 
সংক্ষিপ্ত স্কোর:

সিলেট ১ম ইনিংস: ৪৪.২ ওভারে ১৬৩
 
চট্টগ্রাম ১ম ইনিংস: ৪৩.২ ওভারে ২২৯/৯ (সাদিকুর ৩৭, ইরফান ১, পিনাক ১০০, মুমিনুল ৩৭, তাসামুল ১, মাহিদুল ২৯, মাসুম ১, মেহেদী ৪, ইফরান ৪, হাসান ১*; আবু জায়েদ ১৬-২-৮৬-৪, ইমরান ৮-২-৩০-১, রেজাউর ৯-২-৩০-১, শাহানুর ৫-০-২৮-০, এনামুল জুনিয়র ৪-০-৩৫-২, অলক্ ১.২-০-৭-১)
 
সিলেট ২য় ইনিংস: ৩৯ ওভারে ১০৯ (ইমতিয়াজ ৮, তৌফিক ৮, শাহানুর ১৪, জাকির ০, কাপালী ৩১, জাকের ৩, মুমিনুল ইসলাম ০, এনামুল জুনিয়র ৮, রেজাউর ১৬*, জায়েদ ০, ইমরান ০; হাসান ১১-৩-৪০-২, ইফরান ১১-৪-২২-২, মেহেদী ১৪-৪-৩০-৫, আফ্রিদি ৩-২-৫-১)
 
চট্টগ্রাম ২য় ইনিংস: ৬.৪ ওভারে ৪৫/১ (সাদিকুর ৮, ইরফান ২৬*, পিনাক ১০*; রেজাউর ১.৫-০-১১-০, শাহানুর ৩-০-৯-১, জাকির .১-০-৪-০, এনামুল জুনিয়র ১-০-১৪-০, জাকির .৪-০-৬-০)
 
ফল: চট্টগ্রাম ৯ উইকেটে জয়ী

ম্যাচসেরা: ইফরান হোসেন