ম্যাচে জোড়া সেঞ্চুরি এনামুলের

জাতীয় লিগের এবারের আসরে প্রথম ব্যাটসম্যান হিসেবে ম্যাচে জোড়া সেঞ্চুরি করেছেন এনামুল হক। তৃতীয় রাউন্ডে ঢাকার বিপক্ষে দুই ইনিংসেই সেঞ্চুরি তুলে নিয়েছেন খুলনার ডানহাতি এই ওপেনার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2019, 07:15 AM
Updated : 29 Oct 2019, 07:15 AM

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার দলের দ্বিতীয় ইনিংসে ১৫১ রানে অপরাজিত থেকে যান এনামুল। ৩ উইকেট হারিয়ে ৩০১ রান তুলে ইনিংস ঘোষণা করে খুলনা। এর আগে প্রথম ইনিংসে এনামুল করেছিলেন ১২৬ রান।

শেষ দিনে দলের দ্রুত রান তোলার চাহিদা দারুণভাবে পূরণ করেন এনামুল। ২০১ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় তুলে নেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ২০তম সেঞ্চুরি। পরের ৫০ রান করতে খেলেন মোটে ২৪ বল; হাঁকান ৫টি ছক্কা। তার দেড়শ পূরণের পরই ইনিংস ঘোষণা করেন আব্দুর রাজ্জাক।

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এনামুলের চেয়ে বেশি সেঞ্চুরি আছে শুধু তুষার ইমরান (৩১) ও নাঈম ইসলামের (২৬)। সমান ২০টি করে সেঞ্চুরি আছে আরও তিনজনের (অলক কাপালী, মুমিনুল হক ও মোহাম্মদ আশরাফুল)।