তৃতীয় দিনে মাঠে গড়াল বাংলাদেশ-শ্রীলঙ্কা যুব টেস্ট

প্রথম দুই দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর অবশেষে মাঠে গড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার প্রথম যুব টেস্ট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2019, 12:52 PM
Updated : 28 Oct 2019, 12:52 PM

প্রথম দিন ছিল বৃষ্টির বাগড়া। মাঠ ভেজা থাকার কারণে ভেস্তে যায় দ্বিতীয় দিনের খেলা। তৃতীয় দিনেরও বেশিরভাগ সময় পেরিয়ে যায় মাঠ প্রস্তুত করতে। বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে সোমবার খেলা হয়েছে ৩৬ ওভার। তা থেকে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১৫৫ রান।

টস জিতে ব্যাটিংয়ে নামা সফরকারী দলের শুরুটা ভালো ছিল না। দ্বিতীয় ওভারেই আসাদুল্লাহ গালিবের বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার থাবিসা। এরপর আহান-রাভিন্দুর ৬৬ রানের জুটিতে তারা ঘুরে দাঁড়ায়।

৫১ বলে ৯ চারে ৪৫ রান করা আহানকে ফিরিয়ে এবারও জুটি ভাঙেন গালিব। দলীয় ৯২ রানে রাভিন্দুকে লেগ বিফোর করেন আরেক পেসার নোমান চৌধুরী।

অধিনায়ক নিপুনকে নিয়ে ৪৬ রানে ব্যাট করছেন সোনাল। চতুর্থ উইকেটে দুজন অবিচ্ছিন্ন আছেন ৬৩ রানের জুটি গড়ে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩৬ ওভারে ১৫৫/৩ (আহান ৪৫, থাবিসা ১, রাভিন্দু ২১, সোনাল ৪৬*, নিপুন ১৮*; নোমান ১/৫৫, গালিব ২/২৯, আশরাফুল ০/২৪, নাইমুর ০/২৮, সাইদুল ০/৩)