বদলি নেমে রানে ফিরলেন নাসির

আগের দুই রাউন্ডে পাননি রানের দেখা। উপরন্তু আম্পায়ারের উদ্দেশ্যে বাজে ভাষা ব্যবহার করে নিষিদ্ধ হয়েছিলেন এক ম্যাচের জন্য। লেগ স্পিনার রিশাদ হোসেনকে বিসিবি ডেকে পাঠানোয় বদলি নামার সুযোগটা পুরোপুরি কাজে লাগালেন নাসির হোসেন। তুলে নিলেন অপরাজিত ফিফটি। ফিফটির দেখা পেলেন মেহেদী মারুফ ও নাঈম ইসলামও। রাজশাহীর বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিয়েছে রংপুর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2019, 11:05 AM
Updated : 27 Oct 2019, 11:05 AM

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ৬ উইকেটে ২৬৩ রান নিয়ে দিন শেষ করে রংপুর। প্রথম ইনিংসে ২০১ রানে গুটিয়ে যাওয়া রাজশাহীর চেয়ে ৬২ রানে এগিয়ে আছে তারা। নাসির ৫৫ ও ধীমান ঘোষ ১৪ রানে অপরাজিত আছেন।

জাতীয় লিগের প্রথম স্তরের তৃতীয় রাউন্ডে রোববার ২ উইকেটে ৩২ রান নিয়ে দিন শুরু করে রংপুর। সাবধানী ব্যাটিংয়ে প্রথম সেশনে মাত্র ৫৯ রান তোলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মারুফ ও নাঈম।

লাঞ্চের পর ১৭৪ বলে ফিফটি তুলে নেন মারুফ। নাঈমের পঞ্চাশ আসে ১৭৬ বলে। রানের গতি বাড়ানোর চেষ্টায় থাকা মারুফকে ফিরিয়ে ১২৭ রানের জুটি ভাঙেন ইফতেখার সাজ্জাদ। পরে অভিজ্ঞ নাঈমকেও বিদায় করেন ডানহাতি এই অফস্পিনার।

আগের দুই ম্যাচেই ফিফটি তুলে নেওয়া তানবীর হায়দার কাটা পড়েন রান আউটে। আরিফুল হকের সঙ্গে ৬১ রানের জুটিতে দলকে লিড এনে দেন নাসির। ৪৭ রান করে সাকলাইন সজীবের বলে বোল্ড হয়ে যান আরিফুল। ধীমানকে নিয়ে দিনের বাকি সময় নিরাপদে পার করেন নাসির।

সংক্ষিপ্ত স্কোর:

রাজশাহী ১ম ইনিংস: ৭১.৪ ওভারে ২০১

রংপুর ১ম ইনিংস: (প্রথম দিন শেষে ৩২/২) ১০৭ ওভারে ২৬৩/৬ (মারুফ ৭৮, মাহমুদুল ২, সোহরাওয়ার্দী ১, নাঈম ৫৪, আরিফুল ৪৭, তানবীর ৫, নাসির ৫৫*, ধীমান ১৪*; দেলোয়ার ১১-০-৪৫-১, তাইজুল ১৫-৯-১২-১, সানজামুল ৩৪-১২-৮১-০, সাব্বির ১-০-৫-০, মুক্তার ১৪-২-৩০-০, ইফতেখার ২১-৩-৫৯-২, মোহিমেনুল ৩-০-৬-০, সাকলাইন ৮-১-২০-১)