যুব টেস্টের দ্বিতীয় দিনও ভেসে গেল বৃষ্টিতে

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার প্রথম যুব টেস্টের প্রথম দিন ছিল বৃষ্টির বাগড়া। দ্বিতীয় দিন খেলা গড়ালো না আউটফিল্ড ভেজা থাকার কারণে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2019, 08:04 AM
Updated : 27 Oct 2019, 08:04 AM

বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে রোববারও ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে ৯টায়। কিন্তু আউটফিল্ড ভিজে থাকায় সকাল সাড়ে দশটায় দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে যুব টেস্ট দলে ব্যাপক পরিবর্তন এনেছে বাংলাদেশ। মূল দলের প্রায় সবাইকে বাইরে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজের জন্য অমিত হাসানের নেতৃত্বাধীন নতুন চেহারার দল দিয়েছে বিসিবি।

দুই ম্যাচের যুব টেস্ট সিরিজের পর পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে দল দুটি।