ইমার্জিং এশিয়া কাপে পাকিস্তানকে উড়িয়ে দিল মেয়েরা

শ্রীলঙ্কায় মহিলা ইমার্জিং টিমস এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2019, 01:43 PM
Updated : 26 Oct 2019, 01:43 PM

ভেলিসারার নেভি গ্রাউন্ডে শনিবার ৬৫ রানে জিতেছে বাংলাদেশ।
 
বৃষ্টিতে ম্যাচের দৈর্ঘ্য কমে ২ ওভার। ৪৮ ওভারে ৮ উইকেটে ১৮১ রান করে বাংলাদেশ মেয়েরা। অধিনায়ক শায়লা শারমিন ও রাবেয়ার বোলিংয়ে ৪৩.৪ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।
 
শায়লা ২০ রানে নেন ৩ উইকেট। লেগ স্পিনার রাবেয়া ৩ উইকেট নেন ৫ রানে।
 
এর আগে মুর্শিদা খাতুনের ৬৯ ও ফাহিমা খাতুনের অপরাজিত ৩৪ রানের উপর ভর করে লড়াইয়ের পুঁজি গড়ে বাংলাদেশ।
 
একই দিনে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৩২ রানে হারায় ভারত।
 
রোববার কলম্বোয় নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। একই দিন ভেলিসারায় মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। সেরা দুই দল নিয়ে মঙ্গলবার হবে ফাইনাল।