মহিলা ইমার্জিং এশিয়া কাপের সূচি পরিবর্তন

বৃষ্টির কারণে টানা চার ম্যাচ পরিত্যক্ত হওয়ায় মহিলা ইমার্জিং এশিয়া কাপের সূচি পরিবর্তন করা হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2019, 03:52 PM
Updated : 25 Oct 2019, 03:52 PM

টানা বর্ষণের কারণে কলম্বোয় চার দেশের এই টুর্নামেন্টে চার ম্যাচে বলই মাঠে গড়াতে পারেনি। পরে শুক্রবার সূচি পরিবর্তনের ঘোষণা দেয় আয়োজক কমিটি।

পুরানো সূচিতে ফাইনাল হওয়ার কথা ছিল রোববার। নতুন সূচি অনুযায়ী টুর্নামেন্ট দুই দিন পিছিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার যে দুটি ম্যাচ হওয়ার কথা ছিল তা হবে শনিবার। রোববারও হবে দুটি ম্যাচ। এখান থেকে সেরা দুটি দল নিয়ে আগামী মঙ্গলবার হবে ফাইনাল।

শনিবার বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে। পরের দিন বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা।

সূচির সঙ্গে পরিবর্তন হয়েছে ভেন্যুও। কলম্বো থেকে ভেলিসারার নেভি গ্রাউন্ডে সরিয়ে আনা হয়েছে ম্যাচগুলো।