এক ম্যাচ নিষিদ্ধ নাসির

জাতীয় ক্রিকেট লিগে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন নাসির হোসেন। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে একটি আবেদনে সাড়া না দেওয়ায় আম্পায়ারের উদ্দেশে বাজে ভাষা ব্যবহার করেন এই অলরাউন্ডার। সেই ঘটনায় এই শাস্তি পেয়েছেন রংপুর অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2019, 03:17 PM
Updated : 25 Oct 2019, 03:44 PM

ক্রিকেটারদের ধর্মঘটের ঘটনায় দুই দিন পিছিয়ে শনিবার থেকে ফের মাঠে গড়াচ্ছে জাতীয় লিগ। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে রাজশাহীর মুখোমুখি হবে রংপুর। এই ম্যাচে নাসিরকে পাচ্ছে না দলটি। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন বাঁহাতি পেসার সাজেদুল ইসলাম। 

অন্যতম নির্বাচক হাবিবুল বাশার জানান, টানা দুই ম্যাচে যথাযথ আচরণ না করায় প্রতীকি শাস্তি পেয়েছেন নাসির।

“প্রথম ম্যাচে বোলিংয়ের সময় সিরিয়াস ছিল না। ফান করছিল। দ্বিতীয় ম্যাচে আবেদনে সাড়া না দেওয়ায় আম্পায়ারকে গালি দিয়ে বসে। এ কারণে ওকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।”

প্রথম দফায় ফিটনেস টেস্টে উতরাতে ব্যর্থ হয়েছিলেন নাসির। পরে বিপ টেস্টে পাস মার্ক ১১ থেকে ১০ এ নামিয়ে আনার পর উতরে যান তিনি। এবারের আসরে প্রথম ম্যাচে ৪ ও অপরাজিত ২৩ রান করেন নাসির। পরের ম্যাচে ফিরেন মাত্র ১ রান করে।