ক্রিকেটারদের জবাবের অপেক্ষা

চক্রান্ত, ষড়যন্ত্রের অভিযোগ উঠছে। সেখানে দুই-একজন ক্রিকেটার জড়িত বলেও ধারণা করছে ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের বিরুদ্ধে ‘ডাহা মিথ্যা’ বলার অভিযোগও করছেন বিসিবি প্রধান নাজমুল হাসান। ক্রিকেটারদের পক্ষ থেকে সেসবের কোনো আনুষ্ঠানিক জবাব এখনও দেওয়া হয়নি। তবে দ্রুতই জবাব আসবে বলে জানা গেছে নানা সূত্র থেকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2019, 04:00 PM
Updated : 22 Oct 2019, 06:16 PM

১১ দফা দাবিতে সোমবার ক্রিকেটারদের ধর্মঘট ঘোষণার পর মঙ্গলবার বোর্ড পরিচালকদের সঙ্গে জরুরি সভায় বসেছিলেন বিসিবি প্রধান। এরপর সংবাদ সম্মেলনে কথা বলে প্রায় দেড় ঘণ্টা ধরে।

বিসিবি প্রধানের কথায় বারবার উঠে এসেছে বিশেষ মহলের চক্রান্তের কথা। ষড়যন্ত্রকারীদের সঙ্গে যে দুই-একজন ক্রিকেটার জড়িত, সবাইকে দ্রুতই খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন তিনি। ক্রিকেটাররা দাবি-দাওয়ার কথা তাদেরকে না বলে মিডিয়ায় কেন জানিয়েছে, এটি নিয়েও বারবার ক্ষোভ প্রকাশ করেছেন বিসিবি প্রধান।

নাজমুল হাসানের একগাদা অভিযোগের পর থেকে ক্রিকেটারদের বক্তব্য জানার কৌতূহল অনেকেরই। তবে ক্রিকেটাররা এগোচ্ছেন সাবধানী পদক্ষেপে। বিসিবি সভাপতির কথা দেখেছেন, পড়েছেন ক্রিকেটারদের অনেকেই। তবে আনুষ্ঠানিকভাবে তারা কথা বলতে চাননি এ দিনই।

বোর্ড সভাপতির বক্তব্যের পর ক্রিকেটাররা শিগগিরই নিজেদের কথা জানাবে বলে জানা গেছে। সেটি হতে পারে বুধবারই।