আরও বড় হারের মুখে দক্ষিণ আফ্রিকা

যে পিচে রান উৎসব করল ভারত, সেখানেই মুখ থুবড়ে পড়ল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন-আপ। আগের টেস্টে বিরাট কোহলির দলের কাছে রেকর্ড ব্যবধানে হারের পর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আরও বড় ব্যবধানে হারের মুখে ফাফ দু প্লেসির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2019, 12:12 PM
Updated : 21 Oct 2019, 01:06 PM

একই দিনে দুইবার অল আউট হওয়া থেকে একটুর জন্য বেঁচে গেছে দক্ষিণ আফ্রিকা। রাঁচি টেস্টে প্রথম ইনিংসে ১৬২ রানে গুটিয়ে যাওয়া দলটি দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ১৩২ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে। ইনিংস হার এড়াতে ২ উইকেটে এখনও তাদের করতে হবে ২০৩ রান।

দুই ইনিংস মিলে দুই ভারতীয় পেসার মোহাম্মাদ শামি ও উমেশ যাদব নিয়েছেন ১০ উইকেট।

ঝাড়খন্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ২ উইকেটে ৯ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা প্রথম ওভারেই হারায় উইকেট। উমেশ যাদবের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে যান আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান দু প্লেসি। অধিনায়ক এদিন কোনো রান যোগ করতে পারেননি। এরপরই দিনের সবচেয়ে বড় জুটির দেখা পায় সফরকারীরা।

টেম্বা বাভুমাকে নিয়ে ৯১ রানের জুটি গড়েন আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান জুবায়ের হামজা। ৭৯ বলে ১০টি চার ও এক ছক্কায় ৬২ রান করা হামজাকে বোল্ড করে জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। পরের ওভারে বাভুমাকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন অভিষিক্ত স্পিনার শাহবাজ নাদিম।

নিচের সারির ব্যাটসম্যানদের নিয়ে প্রতিরোধের চেষ্টা করা জর্জ লিন্ডে আউট হন দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করে।

স্বাগতিক দলের হয়ে তিন উইকেট নেন যাদব, দুটি নেন শামি। দুই স্পিনার জাদেজা ও নাদিমও নেন দুটি করে।

প্রথম ইনিংসে ৩৩৫ রানে পিছিয়ে পড়া প্রোটিয়ারা প্রতিরোধ গড়বে কী, উল্টো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ তাদের ব্যাটিং লাইন-আপ। চা বিরতির আগেই তারা হারিয়ে বসে চার উইকেট। এর তিনটিই শামির শিকার। ৯ ওভারে ৫ মেডেনসহ ১০ রানে তিন উইকেট নেন এই ডানহাতি পেসার।

ব্যক্তিগত ১৬ রানে আহত অবসর নিয়ে মাঠ ছাড়েন ডিন এলগার। একই সময়ে আসে চা বিরতির ঘোষণা।

৩৬ রানে পঞ্চম উইকেট হারানোর পর দিন পার করাই কঠিন হয়ে পড়ে সফরকারী দলটির জন্য। শেষ দিকে দুটি ৩১ রানের জুটি অপেক্ষা বাড়ায় ভারতের।

এলগারের ‘কনকাশন’ বদলি হিসেবে খেলতে নামা টিউনিস ডি ব্রুইন দিন শেষে ৩০ রানে অপরাজিত আছেন আনরিক নরকিয়াকে (৫*) নিয়ে।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৪৯৭/৮ ইনিংস ঘোষণা

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: (আগের দিন ৯/২) ৫৬.২ ওভারে ১৬২ (হামজা ৬২, দু প্লেসি ১, বাভুমা ৩২, ক্লাসেন ৬, লিন্ডে ৩৭, পিট ৪, রাবাদা ০, নরকিয়া ৪, এনগিডি ০*; শামি ১০-৪-২২-২, উমেশ ৯-১-৪০-৩, নাদিম ১১.২-৪-২২-২, জাদেজা ১৪-৩-১৯-২, অশ্বিন ১২-১-৪৮-১)

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: (ফলো অন) ৪৬ ওভারে ১৩২/৮ (ডি কক ৫, এলগার ১৬ আহত অবসর, হামজা ০, দু প্লেসি ৪, বাভুমা ০, ক্লাসেন ৫, লিন্ডে ২৭, পিট ২৩, ডি ব্রুইন ৩০*, রাবাদা ১২, নরকিয়া ৫*; শামি ৯-৫-১০-৩, উমেশ ৯-১-৩৫-২, জাদেজা ১৩-৫-৩৬-১, নাদিম ৫-০-১৮-০, অশ্বিন ১০-৩-২৮-১)