জাতীয় লিগে নেমেই লিটনের সেঞ্চুরি

১৬ টেস্ট খেলে এখনও সেঞ্চুরি নেই। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও খুব ভালো করতে পারেননি। তবে ঘরোয়া ক্রিকেটে বরাবরই দুর্দান্ত পারফরমার লিটন দাস। এবারও জাতীয় লিগে খেলতে নেমে প্রথম ইনিংসেই উপহার দিলেন সেঞ্চুরি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2019, 05:28 AM
Updated : 19 Oct 2019, 06:02 AM

জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচের তৃতীয় দিনে শনিবার রংপুর বিভাগের হয়ে চট্টগ্রামে ঢাকা বিভাগের বিপক্ষে সেঞ্চুরি করেছেন লিটন।

ইনিংসটির ভিত গড়া হয়েছিল আগের দিনই। সাইফ হাসানের অপরাজিত ডাবল সেঞ্চুরিতে ঢাকা ইনিংস ঘোষণা করে ৮ উইকেটে ৫৫৬ রানে। এরপর রংপুর ব্যাটিংয়ে নেমে দ্রুত ২ উইকেট হারালেও লিটন এগিয়ে নেন দলকে। দ্বিতীয় দিন শেষে অপরাজিত ছিলেন ৫১ রানে।

তৃতীয় দিনে সেঞ্চুরির পথেও এগিয়ে যান অনায়াসে। লাঞ্চের বেশ আগেই বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি স্পর্শ করে ১৩৩ বলে। ইনিংসে বাউন্ডারি তখন ১৩টি।

প্রথম শ্রেণির ক্রিকেটে লিটনের এটি চতুর্দশ সেঞ্চুরি। জাতীয় লিগে রংপুরের হয়েই ২৫ ম্যাচে করলেন ৮ সেঞ্চুরি। পূর্বাঞ্চলের হয়ে বিসিএলে করেছেন ১৬ ম্যাচে ৬ সেঞ্চুরি। তবে টেস্ট ক্রিকেটের মতো বাংলাদেশ ‘এ’ দলের হয়েও করতে পারেননি কোনো সেঞ্চুরি।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলে আসার পর এবার জাতীয় লিগের প্রথম রাউন্ড খেলেননি লিটন।