মাহমুদউল্লাহর ৬ হাজার

লাঞ্চের পর দ্বিতীয় ওভার। এনামুল হক জুনিয়রের ডেলিভারি বাউন্ডারিতে পাঠালেন মাহমুদউল্লাহ। ওই শটে একটি মাইলফলকেও পৌঁছে গেলেন মাহমুদউল্লাহ। স্পর্শ করলেন প্রথম শ্রেণির ক্রিকেটে ৬ হাজার রান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2019, 09:20 AM
Updated : 17 Oct 2019, 09:20 AM

জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নামার সময় মাইলফলক থেকে ১১ রান দূরে ছিলেন মাহমুদউল্লাহ। বগুড়ায় ঢাকা মেট্রোর হয়ে সিলেট বিভাগের বিপক্ষে ম্যাচে কাঙ্ক্ষিত পথটুকু পাড়ি দেন অনায়াসেই।

দল ৪৩ রানে ৩ উইকেট হারানোর পর উইকেটে গিয়েছিলেন মাহমুদউল্লাহ। বিপর্যয়ের মধ্যে এক প্রান্ত আগলে দলে এগিয়ে নেন তিনি। পেরিয়ে যান ফিফটিও। তবে ইনিংসটিকে শেষ পর্যন্ত তিন অঙ্কে নিতে পারেননি। আগের ম্যাচের মতোই আউট হয়েছেন ঠিক ৬৩ রানে।

৬ হাজার প্রথম শ্রেণির রানের একটি বড় অংশই করেছেন মাহমুদউল্লাহ বাংলাদেশের হয়ে টেস্ট ম্যাচে। ৪৬ টেস্ট খেলে রান তার ২ হাজার ৬৬৯। এছাড়া ঢাকা বিভাগের হয়ে ৩৪ ম্যাচে রান ১ হাজার ৯১০।

প্রথম শ্রেণির ক্রিকেটে তার ১১ সেঞ্চুরির ৪টি বাংলাদেশের হয়ে টেস্টে, ৪টি ঢাকা বিভাগের হয়ে। বর্তমান দল ঢাকা মেট্রোর হয় করেছেন একটি। আর দক্ষিণাঞ্চলের হয়ে করেছেন ২টি।

৬ হাজার রানের পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪১টি উইকেটও আছে মাহমুদউল্লাহর। বল হাতে আছে টানা চার বলে উইকেটের কীর্তিও।