মহিলা ইমার্জিং দলে ৩ নতুন মুখ

ভারত ‘এ’ দলের বিপক্ষে খেলা ‘এ’ দলের বেশিরভাগ খেলোয়াড়কে রেখে এসিসি মহিলা ইমার্জিং টিমস এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। ১৫ সদস্যের দলে নতুন মুখ তিন জন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2019, 01:12 PM
Updated : 16 Oct 2019, 01:12 PM

ডাক পেয়েছেন রাবিয়া হায়দার, ইশমা তানজিম ও রাবেয়া। ভারতের বিপক্ষে ‘এ’ দলে থাকা জাতীয় দলের খেলোয়াড় সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, খাদিজা-তুল-কুবরা, ফারজানা হক নেই এই দলে।

কলম্বোয় চার দলের টুর্নামেন্ট ২২ থেকে ২৭ অক্টোবর। উদ্বোধনী দিনে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। পরদিন মুখোমুখি হবে পাকিস্তানের। ২৫ তারিখ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।  টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর।

দলের তিন অপেক্ষমান হলেন লাবনী আক্তার, জিন্নাত আসিয়া ও তাজিয়া আক্তার।

বাংলাদেশ মহিলা ইমার্জিং দল: শায়লা শারমিন (অধিনায়ক), নুজহাত তাসনিয়া (উইকেটরক্ষক), মুর্শিদা খাতুন, শোভানা মুশতারী, ফাহিমা খাতুন, ইশমা তানজিম, রাবিয়া হায়দার, নাহিদা আক্তার, রিতু মণি, সুরাইয়া আজমিন, পুজা চক্রবর্তী, রাবেয়া, মুমতা হেনা হাসনাত, ফারিহা ইসলাম, সুমাইয়া আক্তার।

অপেক্ষমান: লাবনী আক্তার, জিন্নাত আসিয়া, তাজিয়া আক্তার।