টি-টোয়েন্টি সিরিজেও মেয়েদের হার

সিরিজের প্রথম দুই ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি পরিণত হয়েছিল অঘোষিত ফাইনালে। বাংলাদেশ মহিলা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ভারত মহিলা ‘এ’ দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2019, 09:48 AM
Updated : 14 Oct 2019, 09:48 AM

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ হেরেছে ৩০ রানে। ১১২ রানের লক্ষ্যে ৯ উইকেটে ৮১ রানে থেমে যায় স্বাগতিকদের ইনিংস।

টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতের শুরুটা খারাপ ছিল না। তবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দ্রুত খেই হারায় তারা। পঞ্চম ওভারে ২৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন খাদিজাতুল কুবরা। উইকেট শিকারে যোগ দেন মুমতা হেনা হাসনাত।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। সপ্তম উইকেট জুটিতে আসে সর্বোচ্চ ২৮ রান। ৩২ বলে এক চারে সর্বোচ্চ ২৮ রানে অপরাজিত থাকেন তেজাল হাসাবনিস।

দারুণ বোলিংয়ে ১২ রানে ৩ উইকেট নেন খাদিজা। ১৫ রানে দুটি নেন হাসনাত।

রান তাড়ায় শুরু থেকে ধুঁকতে থাকে বাংলাদেশের ইনিংস। টপ অর্ডারের কেউ দুই অঙ্কে যেতে পারেনি। উইকেটে থিতু হয়ে রানের যোগান দিতে পারেনি মিডল অর্ডারের কেউ। চার জন দুই অঙ্কে গেলেও কেউ ২০ স্পর্শ করতে পারেননি।

৩৫ রানে পাঁচ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ ৩০ রান আসে ফাহিমা খাতুন ও নুসরাত টুম্পার ব্যাট থেকে। ব্যক্তিগত সর্বোচ্চ ১৫ রান করেন টুম্পা।

৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা তানুজা কানওয়ার। ২ রানে ২টি নেন মেঘনা।

জাতীয় দলের অনেক পরিচিত মুখ দলে নিয়ে এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড হয়েছিল বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত মহিলা ‘এ’ দল: ২০ ওভারে ১১১/৭ (ভাটিয়া ১৮, মেঘনা ১১, দেভিকা ১৯, তেজাল ২৮*, তনুশ্রী ১৫; খাদিজা ৩/১২, হাসনাত ২/১৫)

বাংলাদেশ মহিলা ‘এ’ দল: ২০ ওভারে ৮১/৯ (শায়লা ১২, টুম্পা ১৫, ফাহিমা ১৩, শোভানা ১২; কানওয়ার ৩/৮, তনুশ্রী ১/১৫, শিমরন ১/১৪, সুশ্রী ১/১৪, মেঘনা ২/২)

ফল : ভারত মহিলা ‘এ’ দল ৩০ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ : তানুজা কানওয়ার

সিরিজ : তিন ম্যাচ সিরিজে ভারত ১-০তে জয়ী