ছিটকে গেলেন মহারাজ, দ. আফ্রিকা দলে লিন্ডে

বড় এক ধাক্কা খেয়েছে ভারত সফরে কঠিন সময় কাটানো দক্ষিণ আফ্রিকা। চোটের জন্য ছিটকে গেছেন বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ। তার জায়গায় তৃতীয় টেস্টের দলে ডাক পেয়েছেন এখনও কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা জর্জ লিন্ডে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2019, 03:30 PM
Updated : 14 Oct 2019, 09:14 AM

এক বিবৃতিতে টেস্ট দল থেকে মহারাজের ছিটকে যাবার খবর নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড।

চারদিনেই হেরে যাওয়া পুনে টেস্টে ভারতের একমাত্র ইনিংসে বল ধরতে গিয়ে কাঁধে চোট পান মহারাজ। কিছুক্ষণ পর স্ক্যান করানোর জন্য মাঠ ছাড়েন তিনি। প্রথমবার স্ক্যানে গুরুতর কিছু ধরা পড়েনি। তবে রোববার সকালে নতুন স্ক্যান এবং এমআরআই রিপোর্ট থেকে জানা যায়, বোলিং করার অবস্থায় নেই এই স্পিনার।

ছয় উইকেট নিয়ে এখনও পর্যন্ত সিরিজে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল বোলার মহারাজ। তবে পুনে টেস্টে তিনি নজর কেড়েছেন লড়াকু ব্যাটিং দিয়ে। চোটের কারণে কাঁধে স্ট্র্যাপ বেঁধে ব্যাট করতে হয়েছে। তবু প্রথম ইনিংসে খেলেছেন ক্যারিয়ার সর্বোচ্চ ৭২ রানের ইনিংস। আর দ্বিতীয় ইনিংসে ভারতের জয়কে বিলম্বিত করেছে তার ও ভার্নন ফিল্যান্ডারের ৫৬ রানের অষ্টম উইকেট জুটি।

আগামী ১৯ অক্টোবর রাঁচিতে হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।