দ্বিতীয় দিনে পারভেজের দারুণ বোলিং

চার ওভারে এক মেডেনসহ পাঁচ রান খরচায় পাঁচ উইকেট। উদয়াচলের বিপক্ষে ম্যাচে এমনই দাপুটে বোলিং করেছেন ঢাকা ক্রিকেট একাডেমির মাসুদ পারভেজ। তার তোপে মাত্র ৫৮ রানেই গুটিয়ে গেছে উদয়াচলের ইনিংস। ঢাকা ক্রিকেট একাডেমি পেয়েছে ৮০ রানের বড় জয়।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2019, 02:35 PM
Updated : 13 Oct 2019, 02:35 PM

প্রথম বিভাগ টি-টোয়েন্টির দ্বিতীয় দিনের খেলা ঢাকা ক্রিকেট একাডেমি ছাড়াও জয় পেয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, র‌্যাপিড ফাউন্ডেশন ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।

ঢাকা ক্রিকেট অ্যাকাডেমি-উদয়াচল

বিকেএসপির চার নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমেছিল ঢাকা ক্রিকেট একাডেমি। জালাল উদ্দিনের ৩১ ও রাব্বি হাসানের ২৬ রানের উপর ভর কর ৯ উইকেট হারিয়ে ১৩৮ রান তোলে তারা।

৪ ওভারে ৩০ রান খরচায় ৩ উইকেট নেন উদয়াচলের আহমেদ আবিদুল হক। দুটি করে উইকেট নেন সোহাগ রেজা ও মনিরুল ইসলাম।

রান তাড়ায় এমরান হোসেন (১০) ও সাদেকুর রহমান (১১) ছাড়া উদয়াচলের আর কোন ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

রূপগঞ্জ টাইগার্স-পূর্বাচল

তিন নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান করে পূর্বাচল স্পোর্টিং ক্লাব। সর্বোচ্চ ২৩ রান করেন আশরাফুল হোসেন। শামিম ইকবাল ও আশিক হোসেন দুজনই করেন ২১। রূপগঞ্জের হয়ে ৩টি উইকেট নেন ফিরোজ মাহমুদ।

রান তাড়ায় টপ অর্ডার ব্যাটসম্যানদের সম্মিলিত অবদানে ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় রূপগঞ্জ। সর্বোচ্চ ২৭ রান করেন ওপেনার আহমাদুল কবির। চারে নেমে আরিফুজ্জামান সাগর করেন ২৬।

মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব-র‌্যাপিড ফাউন্ডেশন

দিনের আরেক ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১০৬ রান করে মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব। তিনে নামা আব্দুল মোমিন ৪৫ বলে ৫৫ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান আসে সুশান্ত দেবনাথের ব্যাট থেকে। র‌্যাপিড ফাউন্ডেশনের আবু হাশিম চার ওভারে এক মেডেনসহ ১৪ রান খরচায় নেন ৩ উইকেট।

পাঁচটি চার ও চারটি ছক্কায় ৪৩ বলে ৫৬ রান করে দলকে সহজ জয় এনে দেন র‌্যাপিড ফাউন্ডেশনের মোহাব্বত হোসেন রোমান। ওপেনার শোভন মোড়ল করেন ২০। সাত উইকেট ও ৩৯ বল হাতে রেখে জয় পেয়ে যায় র‌্যাপিড ফাউন্ডেশন।

আজিম ক্রিকেট ক্লাব-অগ্রণী ব্যাংক

অন্য ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নামা আজিম ক্রিকেট ক্লাবকে বড় সংগ্রহ এনে দেয় ওপেনার ওমর ফরহাদ। ৫২ বলে খেলা ৭৯ রানের ইনিংসটি গড়া ছয়টি করে ছক্কা ও চারে। এছাড়া তিনে নেমে ওমর ফারুক করেন ২৫ বলে ৪২ রান।

৬ উইকেটে ১৭০ রান তোলে দলটি। অগ্রণী ব্যাংকের রনি ইসলাম ও শহিদুল ইসলাম নেন দুটি করে উইকেট।

বড় সংগ্রহ তাড়ায় শুরুটা ভালো হয়নি অগ্রণী ব্যাংকের। ৩২ রানের মধ্যেই তারা হারায় ৩ উইকেট। তবে চতুর্থ উইকেটে ১০৬ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে ফেরান জাহিদ জাভেদ ও জাকিরুল আহমেদ।

৩৮ বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় ৬০ রান করেন জাকিরুল। ৩৪ বলে অপরাজিত ৪৭ রানের ইনিংসে দলকে ৬ উইকেটের জয় এনে দেন জাহিদ।