রবিউল-ইমরানের ব্যাটে বড় সংগ্রহের পথে খুলনা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Oct 2019 05:54 PM BdST Updated: 12 Oct 2019 10:11 PM BdST
জাতীয় ক্রিকেট লিগে প্রথমবারের মতো খেলতে নেমে নিজেকে মেলে ধরলেন ইমরানউজ্জামান। রবিউল ইসলাম রবিও পেলেন ফিফটির দেখা। সেঞ্চুরি জুটিতে দুই ওপেনার দলকে দাঁড় করালেন শক্ত ভিতের উপর। প্রথম ইনিংসে রংপুরকে দ্রুত গুটিয়ে দেওয়া খুলনা রয়েছে বড় সংগ্রহের পথে।
সাবেক দুই চ্যাম্পিয়নের মধ্যে প্রথম স্তরের ম্যাচে ৩ উইকেটে ১৯২ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে খুলনা। ৭ উইকেট হাতে নিয়ে ৩৫ রানে পিছিয়ে আছে তারা। ২৭ রানে ব্যাট করছেন ইমরুল কায়েস, ৭ রানে সৌম্য সরকার।
এর আগে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৫ উইকেটে ১৬৯ রান নিয়ে দিন শুরু করা রংপুরকে ২২৭ রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা।
প্রথম দিন ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় দিন খেলা শুরু হয়েছিল পৌনে দুই ঘণ্টা পর। তিন দিন পেরিয়ে গেলেও এখনও দুদলের প্রথম ইনিংস শেষ হয়নি।
আগের দিনের অপরাজিত সোহরাওয়ার্দি শুভকে ফিরিয়ে ৮৮ রানের জুটি ভাঙেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। ১৪১ বলে ৫টি চারে ৫০ রান করেন শুভ। নিজের পরের ওভারে ফিরিয়ে দেন আলাউদ্দিন বাবুকে।
পরের ওভারে তানবীরকে ফেরান অভিজ্ঞ আব্দুর রাজ্জাক। ১৬২ বলে ৫টি চার ও এক ছক্কায় সর্বোচ্চ ৬৪ রান করেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। সাজেদুল ইসলামকে বোল্ড করে রংপুরকে গুটিয়ে দেন সৌম্য সরকার।
৮১ রানে ৪ উইকেট নেন জাতীয় লিগের সর্বোচ্চ উইকেটশিকারী রাজ্জাক। দুটি করে নেন দুই পেসার আল- আমিন ও রুবেল।
১৩৬ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা দারুণ হয় খুলনার। ১২৭ বলে ১১টি চারে ৭১ রান করা ইমরানকে ফিরিয়ে জুটি ভাঙেন লেগ স্পিনার তানবীর। তরুণ পেসার রবিউল হককে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন ৭৬ রান করা রবিউল ইসলাম। তার ১৬১ বলের ইনিংসটি গড়া ৮টি চারে।
আট বলে দুই রান করে ফিরে যান জাতীয় লিগের সর্বোচ্চ রানের মালিক তুষার ইমরান। দিনের বাকি ১০ ওভার নির্বিঘ্নে কাটিয়ে দেন ইমরুল ও সৌম্য।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর ১ম ইনিংস: (আগের দিন ১৬৯/৫) ১০০.১ ওভারে ২২৭ (তানবীর ৬৪, শুভ ৫০; আল আমিন ২৩-১০-৪৯-২, রুবেল ১৮-৫-৪৭-২, জিয়া ৩-১-৪-০, রাজ্জাক ৩২-৬-৮১-৪, সৌম্য ১১.১-৭-৭-১, নাহিদুল ৯-১-২৫-০, মইনুল ৪-১-১৩-১)
খুলনা ১ম ইনিংস: ৬৭ ওভারে ১৯২/৩ (রবিউল ৭৬, ইমরান ৭১, ইমরুল ২৭*, তুষার ২, সৌম্য ৭*; শুভাশিস৯-৩-৩০-০, রবিউল ১৫-৪-৪৫-১, শুভ ১১-২-২৬-০, সাজেদুল ৯-৪-২১-০, আলাউদ্দিন ৬-০-৩১-০, তানবীর ৭-০-২৩-১, মাহমুদুল ৬-১-৯-১)
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
ছিটকে গেলেন জয়াবিক্রমা, দলে এলেন থিকসানা
-
ঐতিহাসিক চুক্তি: ছেলেদের সমান ম্যাচ ফি নিউ জিল্যান্ডের মেয়েদের
-
বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
-
রানের বন্যা বইয়ে সেরার লড়াইয়ে বেয়ারস্টো- মিচেল-রুট
-
ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
-
পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার ‘প্রস্তাব পেয়েছিলেন’ শেহজাদ
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার