রাব্বির দ্বিতীয়, সুমনের প্রথম
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Oct 2019 10:20 AM BdST Updated: 12 Oct 2019 07:45 PM BdST
ঘরোয়া ক্রিকেটে নিজেকে মেলে ধরে একজন এরই মধ্যে দেশের হয়ে খেলেছেন টেস্ট। আরেকজন নজর কেড়েছেন গতি আর নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য। দুই প্রজন্মের দুই পেসার জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় দিন মিললেন এক বিন্দুতে। দারুণ বোলিংয়ে কামরুল ইসলাম রাব্বি ও সুমন খান তুলে নিলেন ৫ উইকেট।
প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র তৃতীয় ম্যাচ খেলতে নেমে প্রথমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন সুমন। মানিকগঞ্জের ১৯ বছর বয়সী পেসারের তোপে প্রথম ইনিংসে রাজশাহীর বিপক্ষে লিড নিয়েছে ঢাকা।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সহায়ক কন্ডিশনে দ্বিতীয় দিন নতুন বলে রাজশাহীকে কাঁপিয়ে দেন সুমন। মিজানুর রহমানকে ফেরানোর পর বোল্ড করে বিদায় করেন অভিজ্ঞ জুনায়েদ সিদ্দিক ও অভিষেক মিত্রকে।
তৃতীয় সকালে আবার আঘাত হানেন সুমন। ফরহাদ রেজাকে কট বিহাইন্ড করে শুরুতেই নেন উইকেট। পরে তাইজুল ইসলামকে থামিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো পান পাঁচ উইকেটের স্বাদ।
৫০ রানে ৫ উইকেট নিয়ে শনিবার রাজশাহীকে ১৯৭ রানে থামান সুমন। প্রথম ইনিংসে ২৪০ রান করা ঢাকা পায় ৪৩ রানের লিড।
সুমনের আগেই রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে আগুন ঝরানো বোলিং পাঁচ উইকেট তুলে নেন রাব্বি। দেশের হয়ে ৭টি টেস্ট খেলা এই পেসার দ্বিতীয় দিন ফিরিয়ে দিয়েছিলেন সিলেটের দুই ওপেনারকে।
তৃতীয় দিনের প্রথম বলেই বোল্ড করে দেন আগের দিন দৃঢ়তা দেখানো জাকির হাসানকে। সেই ওভারেই শূন্য রানে কট বিহাইন্ড করে থামান আরেক সম্ভাবনাময় ব্যাটসম্যান জাকের আলীকে।
পরের ওভারে শাহানুর রহমানকে বোল্ড করে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয়বারের মতো স্পর্শ করেন ৫ উইকেট। সেই ওভার শেষে তার বোলিং ফিগার ছিল ১২-৫-১৩-৫!
পরে আক্রমণে ফিরে রেজাউর রহমানকে কট বিহাইন্ড করে সিলেটকে ৮৬ রানে গুটিয়ে দেন রাব্বি। ২৪ রানে ৬ উইকেট নেন ২৭ বছর বয়সী এই পেসার। প্রথম শ্রেণির ক্রিকেটে তার আগের সেরা ছিল ৫/৬৫।
রাব্বির বোলিং তোপে সিলেট শেষ ৭ উইকেট হারায় মাত্র ১৮ রানে।
-
বর্ণবাদ রুখতে ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টিতে বিশেষ ব্যবস্থা
-
‘অপরাজেয় অনুভব করছে বেয়ারস্টো’
-
টেস্টে উন্নতির পথ খুঁজছে বিসিবি, বাড়তে পারে ম্যাচ ফি
-
জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না সাকিব
-
কোহলির রোগের দাওয়াই দিলেন বয়কট
-
‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’
-
শ্রীলঙ্কার আরও তিন ক্রিকেটার কোভিড পজিটিভ
-
গায়ানার উইকেটে স্পিনে সুবিধা দেখছেন মাহমুদউল্লাহ
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- শাস্তি পেল বাংলাদেশ দল
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে শাস্তি, এটাতো মানবাধিকার লঙ্ঘন: প্রধানমন্ত্রী
- ভোক্তা অধিকারের ডিজির কফিতে মাছি, ৫০,০০০ টাকা জরিমানা
- ‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’