রনির ফিফটির পর তাইজুল-শফিউলের ছোবল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Oct 2019 06:10 PM BdST Updated: 10 Oct 2019 06:32 PM BdST
ফতুল্লায় দাপট দেখালেন তাইজুল ইসলাম ও শফিউল ইসলাম। তাদের ছোবলে প্রথম ইনিংসে ঢাকাকে কম রানে থামানোর আশা জাগিয়েছে রাজশাহী।
জাতীয় ক্রিকেট লিগের ২১তম আসরের প্রথম স্তরের ম্যাচে বৃষ্টি বিঘ্নিত উদ্বোধনী দিনে ৭ উইকেটে ১৪৩ রান করেছে ঢাকা। তাইবুর রহমান ১২ রানে ব্যাট করছেন।
দারুণ বোলিংয়ে ৫৫ রানে ৪ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। পেসার শফিউল ৩ উইকেট নিয়েছেন ৪০ রানে।

তরুণ জয়রাজ শেখকে নিয়ে প্রতিরোধ গড়েন রনি তালুকদার। দুই জনের ব্যাটে একশ ছাড়ায় ঢাকার সংগ্রহ। তিন চারে ৩৫ রান করা জয়রাজকে এলবিডব্লিউ করে ৭০ রানের জুটি ভাঙেন তাইজুল।
পঞ্চাশ ছুঁয়ে এগোচ্ছিলেন রনি। তাকে কট বিহাইন্ড করে শিকার শুরু করেন শফিউল। ১১৪ বলে দুই ছক্কা ও পাঁচ চারে ৬৩ রানে ফিরেন রনি।
এরপর আর তেমন কোনো জুটি গড়তে পারেনি ঢাকা। নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। দলকে টানতে পারেনি মিডল অর্ডার। আশা হয়ে টিকে আছেন কেবল তাইবুর।
খুলনায় প্রথম স্তরের অন্য ম্যাচে মাঠে নামতে পারেনি রাজশাহী ও স্বাগতিক দল।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৫১.৫ ওভারে ১৪৩/৭ (মজিদ ১০, রনি ৬৩, জয়রাজ ৩৫, রকিবুল ৮, শুভাগত ১, তাইবুর ১২*, শাকিল ৩, শাহাদাত ০, নাজমুল ০*; শফিউল ১৭-২-৪০-৩, শফিকুল ৮-১-২৪-০, তাইজুল ২০.৫-৪-৫৫-৪, রেজা ৬-১-১৫-০)
-
৩০ মিনিট দেরিতে খেলা শুরু, কমছে না ওভার
-
বর্ণবাদ রুখতে ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টিতে বিশেষ ব্যবস্থা
-
‘অপরাজেয় অনুভব করছে বেয়ারস্টো’
-
টেস্টে উন্নতির পথ খুঁজছে বিসিবি, বাড়তে পারে ম্যাচ ফি
-
জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না সাকিব
-
কোহলির রোগের দাওয়াই দিলেন বয়কট
-
‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’
-
শ্রীলঙ্কার আরও তিন ক্রিকেটার কোভিড পজিটিভ
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে শাস্তি, এটাতো মানবাধিকার লঙ্ঘন: প্রধানমন্ত্রী
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ভোক্তা অধিকারের ডিজির কফিতে মাছি, ৫০,০০০ টাকা জরিমানা
- ‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’