রনির ফিফটির পর তাইজুল-শফিউলের ছোবল

ফতুল্লায় দাপট দেখালেন তাইজুল ইসলাম ও শফিউল ইসলাম। তাদের ছোবলে প্রথম ইনিংসে ঢাকাকে কম রানে থামানোর আশা জাগিয়েছে রাজশাহী।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2019, 12:10 PM
Updated : 10 Oct 2019, 12:32 PM

জাতীয় ক্রিকেট লিগের ২১তম আসরের প্রথম স্তরের ম্যাচে বৃষ্টি বিঘ্নিত উদ্বোধনী দিনে ৭ উইকেটে ১৪৩ রান করেছে ঢাকা। তাইবুর রহমান ১২ রানে ব্যাট করছেন।

দারুণ বোলিংয়ে ৫৫ রানে ৪ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। পেসার শফিউল ৩ উইকেট নিয়েছেন ৪০ রানে।

খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বৃহস্পতিবার খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা ২০ মিনিট পরে। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই আব্দুল মজিদকে হারায় ঢাকা। তরুণ ওপেনারকে ফিরিয়ে শিকার শুরু করেন তাইজুল।

তরুণ জয়রাজ শেখকে নিয়ে প্রতিরোধ গড়েন রনি তালুকদার। দুই জনের ব্যাটে একশ ছাড়ায় ঢাকার সংগ্রহ। তিন চারে ৩৫ রান করা জয়রাজকে এলবিডব্লিউ করে ৭০ রানের জুটি ভাঙেন তাইজুল।

পঞ্চাশ ছুঁয়ে এগোচ্ছিলেন রনি। তাকে কট বিহাইন্ড করে শিকার শুরু করেন শফিউল। ১১৪ বলে দুই ছক্কা ও পাঁচ চারে ৬৩ রানে ফিরেন রনি।

এরপর আর তেমন কোনো জুটি গড়তে পারেনি ঢাকা। নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। দলকে টানতে পারেনি মিডল অর্ডার। আশা হয়ে টিকে আছেন কেবল তাইবুর।     

খুলনায় প্রথম স্তরের অন্য ম্যাচে মাঠে নামতে পারেনি রাজশাহী ও স্বাগতিক দল।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৫১.৫ ওভারে ১৪৩/৭ (মজিদ ১০, রনি ৬৩, জয়রাজ ৩৫, রকিবুল ৮, শুভাগত ১, তাইবুর ১২*, শাকিল ৩, শাহাদাত ০, নাজমুল ০*; শফিউল ১৭-২-৪০-৩, শফিকুল ৮-১-২৪-০, তাইজুল ২০.৫-৪-৫৫-৪, রেজা ৬-১-১৫-০)