পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে শ্রীলঙ্কার রেকর্ড

দ্বিতীয় সারির দল নিয়েও ইতিহাস গড়লো শ্রীলঙ্কা। প্রথমবারের মতো তিন ম্যাচের টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করলো প্রতিপক্ষকে। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল পাকিস্তানকে হারাল তাদেরই মাঠে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2019, 05:35 PM
Updated : 9 Oct 2019, 05:35 PM

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৩ রানে জিতেছে শ্রীলঙ্কা। ১৪৭ রান তাড়ায় ৬ উইকেটে ১৩৪ রানে থামে পাকিস্তান।

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে নেই নিয়মিত অধিনায়ক লাসিথ মালিঙ্গাসহ গুরুত্বপূর্ণ অনেক খেলোয়াড়। সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ার পর নুয়ান প্রদিপসহ কয়েকজনকে বিশ্রাম দেয় শ্রীলঙ্কা। তারপরও পেরে উঠেনি সরফরাজ আহমেদের দল।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। প্রথম চার ব্যাটসম্যানের কেউ যেতে পারেননি বেশিদূর। পরিস্থিতি হতে পারতো আরও খারাপ। পাকিস্তানের বাজে ফিল্ডিংয়ের জন্য বেঁচে যায় তারা।

৫৮ রানে ৪ উইকেট হারানো সফরকারীদের প্রায় একার চেষ্টায় লড়াই করার মতো সংগ্রহ এনে দেন অভিষিক্ত ওশাদা ফার্নান্দো। ৪৮ বলে তিন ছক্কা ও আট চারে ৭৮ রানে অপরাজিত থাকেন তিনি।

পেসার মোহাম্মদ আমির ৩ উইকেট নেন ২৭ রানে।

রান তাড়ায় ইনিংসের প্রথম বলেই ফখর জামানকে হারায় পাকিস্তান। বাবর আজমকে নিয়ে প্রতিরোধ গড়েন হারিস সোহেল। দুই ব্যাটসম্যানই ছিলেন সাবধানী। রানের গতি বাড়ানোর আগেই ফিরেন বাবর। ভাঙে ৭৬ রানের জুটি।

পঞ্চাশ ছোঁয়ার পর বেশি দূর যেতে পারেননি হারিস। ৫০ বলে ফিরেন ৫২ রান করে। রানের গতিতে দম দিতে পারেননি সরফরাজ। ছক্কার চেষ্টায় দ্রুত ফিরেন ইমাদ ওয়াসিম ও আসিফ আলি। শেষের দিকে ইফতিখার আহমেদ ও ওয়াহাব রিয়াজের ব্যাটে ব্যবধান কমায় পাকিস্তান। 

সিরিজ জুড়ে পাকিস্তানকে ভোগানো লেগ স্পিনার ভানিদু হাসারাঙ্গা ২১ রানে নেন ৩ উইকেট। দারুণ বোলিংয়ে জেতেন ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার। পেসার লাহিরু কুমারা ২ উইকেট নেন ২৪ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৪৭/৭ (গুনাথিলাকা ৮, সামারাবিক্রমা ১২, রাজাপাকসে ৩, পেরেরা ১৩, ফার্নান্দো ৭৮*, শানাকা ১২, মাদুশঙ্কা ১, হাসারাঙ্গা ৬; ইমাদ ৪-০-১৮-১, শিনওয়ারি ৪-০-৪৩-০, আমির ৪-০-২৭-৩, শাদাব ৪-০-৩২-০, ওয়াহাব ৪-০-২৬-১)

পাকিস্তান: ২০ ওভারে ১৩৪/৬ (ফখর ০, বাবর ২৭, হারিস ৫২, সরফরাজ ১৭, ইমাদ ৩, আসিফ ১, ইফতিখার ১৭*, ওয়াহাব ১২*; রাজিথা ৪-০-১৭-১, মাদুশঙ্কা ৪-০-৩৬-০, গুনাথিলাকা ১-০-১৫-০, কুমারা ৪-০-২২-০, হাসারাঙ্গা ৪-০-২১-৩, সান্দাক্যান ৩-০-২০-০)

ফল: শ্রীলঙ্কা ১৩ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জয়ী শ্রীলঙ্কা

ম্যান অব দা ম্যাচ: ভানিদু হাসারাঙ্গা

ম্যান অব দা সিরিজ: ভানিদু হাসারাঙ্গা