শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে মেয়েদের ওয়ানডেতে অস্ট্রেলিয়ার রেকর্ড

অ্যালিসা হিলির দাপুটে সেঞ্চুরিতে সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। জিতেছে টানা ১৮ ম্যাচে, গড়েছে মেয়েদের ওয়ানডে ক্রিকেটে টানা জয়ের রেকর্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2019, 01:33 PM
Updated : 9 Oct 2019, 01:33 PM

১৯৯৭ সালের ডিসেম্বর থেকে ১৯৯৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বেলিন্দা ক্লার্কের নেতৃত্বে অস্ট্রেলিয়ার মেয়েরাই গড়েছিল টানা ১৭ ম্যাচ জয়ের আগের রেকর্ডটি। ব্রিজবেনে বুধবার ৯ উইকেটের জয়ে সেই রেকর্ডকে পেছনে ফেলেছে মেগ ল্যানিংয়ের দল। গত বছরের মার্চে ভারতের বরোদায় স্বাগতিকদের হারিয়ে শুরু হয়েছিল এবারের জয় যাত্রা। পরের ১৮ মাসে প্রতিপক্ষের মাঠে ১২টি ম্যাচ জেতার পাশাপাশি ঘরের মাঠে ৬ ম্যাচ জেতে অস্ট্রেলিয়ার মেয়েরা।

তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে চামারি আতাপাত্তুর দারুণ সেঞ্চুরির পরও ৫০ ওভারে ১৯৫ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। ১০৩ রান করেন সফরে দ্বিতীয় সেঞ্চুরি করা আতাপাত্তু। রান তাড়ায় দারুণ ছন্দে থাকা হিলির বিধ্বংসী ব্যাটিংয়ে পাত্তা পায়নি লঙ্কানরা। ৭১ বলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেওয়া অস্ট্রেলিয়ার এই কিপার-ব্যাটার অপরাজিত থাকেন ১১২ রানে। আরেক ওপেনার র‌্যাচেল হেইন্স করেন ৬৩ রান।

ছেলেদের ও মেয়েদের মিলে ওয়ানডেতে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডটাও অস্ট্রেলিয়ার। ২০০৩ সালে টানা ২১ ম্যাচ জিতে সে রেকর্ড গড়ে রিকি পন্টিংয়ের দল। সে বছর দক্ষিণ আফ্রিকায় হওয়া বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচগুলোও আছে এই রেকর্ডের ভেতরে।