ব্যাটিং ব্যর্থতায় ‘এ’ দলের বড় হার

একশ পেরিয়েই থমকে গেল বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস। ছোট পুঁজি নিয়ে লড়াইটুকুও করতে পারলেন না বোলাররা। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল ওয়ানডেতে বড় হারের মুখ দেখল মোহাম্মদ মিঠুনের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2019, 11:22 AM
Updated : 9 Oct 2019, 01:41 PM

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার ৭ উইকেটে হারে বাংলাদেশ।

নাজমুল হোসেন শান্ত, এনামুল হক, আফিফ হোসেন, মিঠুন, আরিফুল হকদের নিয়ে দলের ব্যাটিং লাইন আপ ছিল যথেষ্ট সমৃদ্ধ। তবে চামিকা করুনারত্নের পেস আর আশান প্রিয়াঞ্জনের অফ স্পিনে খেই হারালেন ব্যাটসম্যানরা। ৩৩.৩ ওভারে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় ইনিংস। জবাবে ২৫.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ২ রান করে ফেরেন ওপেনার নাইম হাসান। দ্বিতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়েন শান্ত ও সাইফ হাসান। চামিকার বলে ২৪ রান করা শান্ত বোল্ড হলে ভাঙে ৪৪ রানের জুটি।

ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট

টিকতে পারেননি চারে নামা এনামুল। এক প্রান্ত আগলে রেখে সর্বোচ্চ ৩২ রান করা সাইফের বিদায়ের পর দলের হাল ধরতে পারেননি কেউ। ১৪ রানে শেষ ৬ উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক প্রিয়াঞ্জন ৪.৩ ওভারে মাত্র ১০ রান দিয়ে নেন ৪ উইকেট।

স্বাগতিকদের ইনিংসের দ্বিতীয় ওভারে পাথুম নিসানকাকে ফিরিয়ে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন আবু জায়েদ। তবে চতুর্থ উইকেটে প্রিয়ামল পেরেরার সঙ্গে অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটিতে দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দেন ৫০ রানের অপরাজিত ইনিংস খেলা প্রিয়াঞ্জন।

বৃহস্পতিবার একই ভেন্যুতে হবে দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডে। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ ১২ অক্টোবর।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ‘এ’ দল: ৩৩.৩ ওভারে ১১৬/১০ (সাইফ ৩২, নাঈম ২, শান্ত ২৪, এনামুল ৫, মিঠুন ২১, আফিফ ১১, আরিফুল ৫, সানজামুল ৬*, আবু হায়দার ১, মেহেদী হাসান রানা ০, আবু জায়েদ ০; ঈশান ৪-০-১৮-০, ফার্নান্দো ৫-১-২০-১, করুনারত্নে ৫-২-১৭-২, প্রিয়াঞ্জন ৪.৩-১-১০-৪, আমিলা ৭-০-২৯-১, রমেশ মেন্ডিস ৮-০-১৭-২)

শ্রীলঙ্কা ‘এ’ দল: ২৫.৫ ওভারে ১২০/৩ (নিসানকা ১, সান্দুন ১৬, কামিন্দু ২৩, প্রিয়াঞ্জন ৫০*, পেরেরা ২৪*; আবু হায়দার ৬-১-১৪-১, আবু জায়েদ ৪-০-১৯-১, রানা ৫-০-২৪-১, সানজামুল ৭-০-২৭-০, আফিফ ২-০-৭-০, আরিফুল ১.৫-০-২৮-০)

ফল: শ্রীলঙ্কা ‘এ’ দল ৭ উইকেটে জয়ী