এনসিএল: কে কোন দলে

জাতীয় ক্রিকেট লিগের ২১তম আসরের দল দিয়েছেন নির্বাচকরা। খেলবেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। তুষার ইমরান ও সোহাগ গাজীর খেলা নির্ভর করছে ফিটনেসের ওপর।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2019, 01:51 PM
Updated : 7 Oct 2019, 03:48 PM

ঢাকা দলে জায়গা হয়নি সবচেয়ে পুরানো ক্রিকেটার ও প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে সফল পেসার মোহাম্মদ শরীফের। রাজশাহী দলে নেই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান ফরহাদ হোসেন।

চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও আছেন লেগ স্পিনিং অলরাউন্ডার আমিনুল ইসলাম। দল পেয়েছেন লেগ স্পিনার জুবায়ের হোসেন ও মিনহাজুল আবেদীন আফ্রিদি।

বৃহস্পতিবার শুরু হতে যাওয়া প্রথম শ্রেণির ক্রিকেটের এই টুর্নামেন্টে এবার খেলা হবে ১০ ভেন্যুতে।

রাজশাহী: জুনায়েদ সিদ্দিক, মিজানুর রহমান, জহুরুল ইসলাম, অভিষেক মিত্র, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোহাইমিনুল খান, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, শফিকুল ইসলাম, সাকলাইন সজীব, শাকির হোসেন, মোহর শেখ।

খুলনা: ইমরুল কায়েস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তুষার ইমরান (ফিটনেস ছাড়পত্রের ওপর নির্ভর করবে), নাহিদুল ইসলাম, রবিউল ইসলাম রবি, অমিত মজুমদার, জিয়াউর রহমান, আব্দুর রাজ্জাক, ইমরানউজ্জামান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আল আমিন হোসেন, হাসানউজ্জামান।

ঢাকা মেট্রো: সাদমান ইসলাম, রাকিন আহমেদ, শামসুর রহমান, মাহমুদউল্লাহ, মার্শাল আইয়ুব, আল আমিন জুনিয়র, জাবিদ হোসেন, সৈকত আলী, আরাফাত সানি, মোহাম্মদ শহীদুল, আবু হায়দার, মানিক খান, ইলিয়াস সানি, আমিনুল ইসলাম বিপ্লব।

সিলেট: ইমতিয়াজ হোসেন, জাকির হাসান, জাকের আলী, অলক কাপালী, শাহানুর রহমান, এনামুল হক জুনিয়র, রাহাতুল ফেরদৌস, আবু জায়েদ চোধুরী, ইমরান আলী, ইবাদত হোসেন, তৌফিক খান, নাসুম আহমেদ, রুহেল মিয়া, মিজানুর রহমান, রেজাউর রহমান।

ঢাকা: নাদিফ চৌধুরী, শুভাগত হোম চৌধুরী, রকিবুল হাসান, রনি তালুকদার, আব্দুল মজিদ, তাইবুর রহমান, নাজমুল ইসলাম, সাইফ হাসান, শাহাদাত হোসেন, জয়রাজ শেখ, সালাউদ্দিন শাকিল, সুমন খান, শাকিল আহমেদ, হৃদয় খান, জুবায়ের হোসেন।

রংপুর: মেহেদী মারুফ, ফারদিন হাসান, মাহমুদুল হাসান, নাঈম ইসলাম, নাসির হোসেন, তানবীর হায়দার, সোহরাওয়ার্দী শুভ, আলাউদ্দিন বাবু, সাজেদুল ইসলাম, শুভাশিস রায়, সঞ্জিত সাহা, রবিউল হক, মাইশুকুর রহমান, হামিদুল ইসলাম।

বরিশাল: কামরুল ইসলাম রাব্বি, মোসাদ্দেক হোসেন, শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, সোহাগ গাজী (ফিটনেস ছাড়পত্রের ওপর নির্ভর করবে), ফজলে মাহমুদ, মনির হোসেন, সালমান হোসেন, মোহাম্মদ নুরুজ্জামান, তানভীর ইসলাম, শামসুল ইসলাম, তৌহিদুল ইসলাম (ফিটনেস ছাড়পত্রের ওপর নির্ভর করবে), মঈন খান, রাফসান মাহমুদ।

চট্টগ্রাম: তামিম ইকবাল, মুমিনুল হক (অধিনায়ক), সাদিকুর রহমান, পিনাক ঘোষ, ইয়াসির আলী চৌধুরী, তাসামুল হক, মাহিদুল ইসলাম, মাসুম খান, মেহেদী হাসান (অনূর্ধ্ব-১৯ দলের), নোমান চৌধুরী, মিনহাজুল আবেদীন আফ্রিদি, শাখাওয়াত হোসেন, ইরফান শুক্কুর, নাঈম হাসান ।