এনসিএলে বাড়েনি ম্যাচ ফি

জাতীয় ক্রিকেট লিগ বা এনসিএলের ২১তম আসরে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর আভাস ছিল। শেষ পর্যন্ত অবশ্য তা বাড়েনি। একই আছে ভ্রমণ ভাতা ও দৈনন্দিন ভাতাও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2019, 01:03 PM
Updated : 7 Oct 2019, 03:50 PM

২০১৭ সালে এনসিএলে ম্যাচ ফি কিছুটা বাড়িয়েছিল বিসিবি। ২৫ হাজার টাকা থেকে বেড়ে হয়েছিল ৩৫ হাজার টাকা। ভ্রমণ ভাতা ২ হাজার থেকে বেড়ে হয়েছিল আড়াই হাজার টাকা। ১ হাজার টাকার জায়গায় দৈনন্দিন ভাতা বেড়ে হয়েছিল দেড় হাজার টাকা।

এবারে ম্যাচ ফি বাড়ানোর কথা ভাবা হচ্ছে বলে কদিন আগে জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। তবে সোমবার বিসিবি জানিয়েছে, বৃহস্পতিবার শুরু হতে যাওয়া প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্টে সেসব থাকছে আগের মতোই।

প্রথম ও দ্বিতীয় স্তরের দলগুলো প্রস্তুতির জন্য পাচ্ছে ৬ লাখ টাকা করে। প্রথম স্তরের শিরোপা জয়ী দল পাবে ২০ লাখ টাকা, দ্বিতীয় স্তরের সেরা দল পাবে ৫ লাখ টাকা। প্রথম স্তরের রানার্সআপ দল পাবে ১০ লাখ টাকা, দ্বিতীয় স্তরের দ্বিতীয় সেরা দলের জন্য নেই কোনো আর্থিক পুরস্কার।

প্রথম স্তরের প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড় পাবেন ২৫ হাজার টাকা। টুর্নামেন্ট সেরা পাবেন ১ লাখ টাকা। সর্বোচ্চ রান সংগ্রাহক ও সেরা উইকেট শিকারী পাবেন ৭৫ হাজার টাকা করে। প্রতি ম্যাচের জয়ী দল পাবে ৮০ হাজার টাকা বোনাস।

দ্বিতীয় স্তরে প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড় পাবেন ২০ হাজার টাকা। টুর্নামেন্ট সেরা পাবেন ৫০ হাজার টাকা। সর্বোচ্চ রান সংগ্রাহক ও সেরা উইকেট শিকারী পাবেন ৫০ হাজার টাকা করে। প্রতি ম্যাচের জয়ী দল পাবে ৭৫ হাজার টাকা বোনাস।