এনসিএলে আরও তিন বছর ওয়ালটন

টানা আট বছর ধরে জাতীয় ক্রিকেট লিগে পৃষ্ঠপোষকতা দিয়ে আসা ওয়ালটন প্রতিযোগিতাটির আরও তিনটি আসরে স্পন্সর হিসেবে থাকছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2019, 11:07 AM
Updated : 7 Oct 2019, 11:07 AM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।  

আগামী বৃহস্পতিবার দেশের চারটি ভেন্যুতে শুরু হবে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের প্রধান আসর এনসিএল। নিজাম জানান, এবারের আসরে বেশ কিছু ম্যাচে দেখা যাবে জাতীয় দলের ক্রিকেটারদের।   

“টুর্নামেন্টের জৌলুস বাড়বে তখনই যখন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় অংশগ্রহণ করবে। আমরা চেষ্টা করছি তাদের অংশগ্রহণ বাড়ানোর জন্য। আমাদের এবারের চেষ্টা থাকবে যতটুকু সম্ভব জাতীয় দলের খেলোয়াড়দের অ্যাভেইলেবল রাখার জন্য।”

প্রথম স্তরে শিরোপাধারী রাজশাহীর সঙ্গে আছে রংপুর, খুলনা ও দ্বিতীয় স্তর থেকে উঠে আসা ঢাকা বিভাগ। দ্বিতীয় স্তরে ঢাকা মেট্রো, চট্টগ্রাম ও সিলেটের সঙ্গী প্রথম স্তর থেকে নেমে যাওয়া বরিশাল।