মুরালিধরনের রেকর্ড ছুঁলেন অশ্বিন

বিশাখাপত্নম টেস্টে প্রথম ইনিংসে সাত উইকেট নিয়ে মুত্তিয়া মুরালিধরনের পাশে বসার আশা জাগান রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে এক উইকেট নিয়ে সম্ভাবনাকে দিলেন পূর্ণতা। সবচেয়ে কম টেস্টে ৩৫০ উইকেট নিয়ে শ্রীলঙ্কার বোলিং কিংবদন্তির রেকর্ড স্পর্শ করলেন ভারতীয় অফ স্পিনার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2019, 11:21 AM
Updated : 6 Oct 2019, 11:21 AM

প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিনে রোববার দারুণ এক ডেলিভারিতে দক্ষিণ আফ্রিকার টিউনিস ডি ব্রুইনকে বোল্ড করে ক্যারিয়ারে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন অশ্বিন। বসেন মুরালিধরনের পাশে।

৬৬ টেস্টে এই মাইলফলক স্পর্শ করলেন অশ্বিন। ম্যাচের হিসাবে যা যৌথ দ্রুততম। সমান সংখ্যক ম্যাচে ৩৫০ উইকেট নিয়ে এতো দিন রেকর্ডটির একা মালিক ছিলেন মুরালিধরন। ২০০১ সালে বাংলাদেশের বিপক্ষে কলম্বো টেস্টে রেকর্ডটি গড়েছিলেন এই অফ স্পিনার।