নেদারল্যান্ডসকে উড়িয়ে শুরু আয়ারল্যান্ডের

বেন কুপারের ব্যাটে লড়াইয়ের ভালো পুঁজি গড়েছিল নেদারল্যান্ডস। তবে বোলারদের ব্যর্থতায় প্রতিপক্ষকে আটকাতে পারেনি তারা। টপ অর্ডার ব্যাটসম্যানদের মিলিত প্রচেষ্টায় ওমান টি-টোয়েন্টি সিরিজে দারুণ শুরু করেছে আয়ারল্যান্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2019, 03:00 PM
Updated : 5 Oct 2019, 03:04 PM

আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শনিবার ৬ উইকেটে জিতেছে আইরিশরা। নেদারল্যান্ডসের দেওয়া ১৬৮ রানের লক্ষ্য ১০ বল হাতে রেখে পেরিয়ে যায় এই সিরিজে আইসিসির একমাত্র পূর্ণ সদস্য দেশটি।

টস হেরে ব্যাটিংয়ে নামা নেদারল্যান্ডসের হয়ে কুপার ৪৫ বলে ৮ চার ও এক ছক্কায় সর্বোচ্চ ৬৫ রান করেন। ২৩ বলে চারটি চার ও ২ ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে ম্যাক্সের ব্যাট থেকে।

৩০ রানে ২ উইকেট নিয়ে আয়ারল্যান্ডের সফলতম বোলার মার্ক অ্যাডেয়ার।

রান তাড়ায় বড় ইনিংস খেলতে পারেননি আয়ারল্যান্ডের কেউ। তবে সবার ছোট কিন্তু কার্যকরী ইনিংসে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় দলটি।

২৬ বলে ছয়টি চার ও এক ছক্কায় সর্বোচ্চ ৪৭ রানে অপরাজিত থাকেন হ্যারি টেকটর। ২০ বলে ৩২ রান করেন অ্যান্ডি বালবার্নি।

একই মাঠে হওয়া দিনের আগের ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারায় স্বাগতিক ওমান। সিরিজের আরেক দল নেপাল।