ভারতে হারলেও লড়াইয়ে তৃপ্ত সাইফ

অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ভারতে ওয়ানডে সিরিজ হেরে এলেও দলের লড়াকু মানসিকতাকে ইতিবাচক হিসেবে দেখছেন সাইফ হাসান। ব্যাটসম্যানরা ভালো করতে পারলে সিরিজের ফল অন্যরকম হতে পারতো বলেও মনে করেন সেই সিরিজের অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2019, 02:27 PM
Updated : 5 Oct 2019, 02:27 PM

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত অনূর্ধ্ব-২৩ দলের কাছে ৩-১ ব্যবধানে সিরিজ হারে সাইফের দল। সিরিজের শেষ ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরের দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ায় তারা।

মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে শনিবার ভারত সফর নিয়ে নিজের মূল্যায়ন সাংবাদিকদের জানান সাইফ।

“যদিও আমরা সিরিজ জিততে পারিনি, তবে ইতিবাচক অনেক কিছুই ছিল। শুরুটা ভালো ছিল আমাদের। ওদেরকে ১৯২ রানে অলআউট করেছিলাম। সুযোগটা নেওয়া দরকার ছিল, কিন্তু ব্যাটসম্যানরা পারেনি। সব মিলিয়েই ব্যাটসম্যানরা তেমন পারফর্ম করতে পারেনি। টপ অর্ডার রান পেলে আরও এক-দুইটা ম্যাচ জিততাম।”

ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংটাও দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছে বলে মনে করেন সাইফ।

“আমার মনে হয়, ফিল্ডিংয়ে আমাদের উন্নতির অনেক সুযোগ আছে। ওদের ফিল্ডিং বেশি ভালো ছিল। তবে বেশ প্রতিযোগিতামূলক খেলা হয়েছে। চারটি ম্যাচেই ভালো লড়াই হয়েছে।”

“ওখানে উইকেট খুব ভালো ছিল। স্পোর্টিং উইকেট ছিল। খেলে বেশ মজা পেয়েছি… বয়সভিত্তিক দল হিসেবে আমরা সবসময় ভারতের সাথে ভালো খেলি। আরেকটু ভালোভাবে পরিকল্পনা কাজে লাগিয়ে খেলতে পারলে জয় বেশি পাওয়া যাবে।”

ভারত সফরের ব্যর্থতা পেছনে ফেলে সাইফ এখন তাকিয়ে সামনে। ‘এ’ দলের হয়ে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছেন শ্রীলঙ্কায়। সেখান থেকে এসে খেলবেন জাতীয় লিগ। জানালেন, এগুতে চান ম্যাচ ধরে ধরে।

“ম্যাচের পর ম্যাচ একইভাবে খেলার চেষ্টা করছি আমি। সামনে অনেক গুরুত্বপূর্ণ একটি সিরিজ আছে আমার জন্য। শ্রীলঙ্কায় যাচ্ছি, চেষ্টা থাকবে সেখানে ফোকাস করা। ম্যাচ ধরে ধরে এগুতে চাই, সব ম্যাচই গুরুত্বপূর্ণ আমার জন্য। আসার পর জাতীয় লিগও আমার জন্যে গুরুত্বপূর্ণ হবে। দ্বিতীয় রাউন্ড থেকে ইনশাল্লাহ খেলব। সেটাও আমার পরিকল্পনায় আছে।”