মিরাজের ৭ উইকেটের পর মুমিনুলের সেঞ্চুরি

আগের দিন শেষ বেলায় ঘুরে দাঁড়ানো বাংলাদেশ ‘এ’ দল দ্বিতীয় দিন গুঁড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা ‘এ’ দলকে। ৭ উইকেট নিয়ে এতে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে সফরকারীদের টেনেছেন মুমিনুল হক। দারুণ সেঞ্চুরিতে দলকে এনে দিয়েছেন লিড।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2019, 12:46 PM
Updated : 5 Oct 2019, 01:30 PM

দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৮৩ রান। নুরুল হাসান সোহান ৩৫ ও মিরাজ ৬ রানে ব্যাট করছেন।

শ্রীলঙ্কাকে ২৬৮ রানে গুটিয়ে দেওয়া বাংলাদেশ এগিয়ে আছে ১৫ রানে।

ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১ রান করে মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে যান জহুরুল ইসলাম। ৯ রান করে কট বিহাইন্ড হন নাজমুল হোসেন শান্ত।

সাদমান ইসলাম ও মুমিনুল হকের ব্যাটে প্রতিরোধ গড়ে বাংলাদেশ। ৮ চার ও এক ছক্কায় ১০৪ বলে ৭৭ রান করা সাদমানকে ফিরিয়ে ১৫৪ রানের জুটি ভাঙেন প্রবাথ জয়াসুরিয়া।

থিতু হয়ে ফিরেন মোহাম্মদ মিঠুন। ছয় নম্বরে নেমে ব্যর্থ এনামুল হক। সোহানের সঙ্গে ৪০ রানের জুটিতে দলকে লিড এনে দেন মুমিনুল। সকালে নতুন বলে বাংলাদেশকে ভোগানো সিরাজ বিদায় করেন অধিনায়ককে মুমিনুলকে। ১৯০ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১১৭ রান করে ফিরেন বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান।

দিনের বাকি সময়টা নিরাপদে কাটিয়ে দেন সোহান ও মিরাজ।

এর আগে হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শনিবার ৫ উইকেটে ২২৩ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কা যোগ করতে পারে কেবল ৪৫ রান।

দিনের শুরুটা ভালোই করেছিল স্বাগতিকরা। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান চারিথ আসালঙ্কা ও লাহিরু উদারা দলকে নিয়ে যান আড়াইশ রানে। কিপার-ব্যাটসম্যান উদারাকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট নেন মিরাজ। অফ স্পিনারের দারুণ বোলিংয়ে ৪ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা।

শেষ চার ব্যাটস্যানের কেউ রানের খাতা খুলতে পারেননি। তিন জনকে ফেরান আগের ম্যাচে ৫ উইকেট নেওয়া মিরাজ। ৮ চারে ৪৪ রান করা আসালঙ্কাকে ফিরিয়ে লঙ্কানদের ইনিংস গুটিয়ে দেন সালাউদ্দিন শাকিল।

মিরাজ ৮৪ রানে ৭ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার। 

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ‘এ’ দল ১ম ইনিংস: (আগের দিন ২২৩/৫) ৯০.২ ওভারে ২৬৮ (আসালঙ্কা ৪৪, উদারা ২০, নিশান ০, জয়াসুরিয়া ০, সিরাজ ০, ফার্নান্দো ০*; ইবাদত ২৩-৭-৬২-২, শাকিল ১৭.২-২-৬০-১, মিরাজ ৩৭-১৪-৮৪-৭, রিশাদ ১৩-০-৫৬-০)

বাংলাদেশ ‘এ’ দল ১ম ইনিংস: ৬৭ ওভারে ২৮৩/৬ (জহুরুল ১, সাদমান ৭৭, শান্ত ৯, মুমিনুল ১১৭, মিঠুন ২১, এনামুল ৮, সোহান ৩৫*, মিরাজ ৬*; ফার্নান্দো ১১-৩-৩৭-১, সিরাজ ১৮-৬-৫৬-৩, নিশান ৭-০-৪১-০, প্রিয়াঞ্জন ৪-০-২২-০, জয়াসুরিয়া ২৩-১-৮৭-২, আসালঙ্কা ৩-০-১৯-০, মেন্ডিস ১-০-১৫-০)