বারবাডোজের জয়ে সাকিবের দারুণ বোলিং

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ভালো বোলিংয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন সাকিব আল হাসান। প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বারবাডোজ ট্রাইডেন্টসের জয়ে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশের অলরাউন্ডারের কার্যকর বোলিং। ব্যাট হাতে অবশ্য এ দিন ভালো কিছু করতে পারেননি সাকিব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2019, 05:28 AM
Updated : 3 Oct 2019, 12:32 PM

ত্রিনিদাদে বুধবার ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন সাকিব। ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে বারবাডোজ। ব্যাট হাতে সাকিব ফিরেছেন ১৪ বলে ১৩ রান করে।

সাকিব নিজের ছাপ রাখতে শুরু করেন ম্যাচের প্রথম ওভার থেকে। নতুন বল হাতে নিয়ে প্রথম ওভারেই ফেরান ত্রিনবাগোর কিউই অলরাউন্ডার জিমি নিশামকে। পাওয়ার প্লের দুই ওভারে সাকিব দেন কেবল ৮ রান।

আবার তাকে বোলিংয়ে আনা হয় পঞ্চদশ ওভারে। ত্রিনবাগোর ওপেনার লেন্ডল সিমন্স তখনও টিকে, এগিয়ে নিচ্ছিলেন দলকে। সাকিবের ওভারের চতুর্থ বলে পুল করে ছক্কা মারেন সিমন্স। পরের বলেই শোধ তোলেন সাকিব। জোরের ওপর করা বুদ্ধিদীপ্ত ডেলিভারিতে বোল্ড করে দেন সিমন্সকে।

সিমন্স আউট হন ৪৫ বলে ৬০ রান করে। ত্রিনবাগো ২০ ওভারে তোলে ৮ উইকেটে ১৩৪।

রান তাড়ায় বারবাডোজ এগিয়ে যায় অনায়াসেই। ওপেনিংয়ে জনসন চার্লস করেন ৪৭ বলে ৫৫, আরেক ওপেনার অ্যালেক্স হেলস ২৭ বলে ৩৩। এরপর তিনে নেমে সাকিব ভালো করতে না পারলেও জিততে সমস্যা হয়নি বারবাডোজের।

দুই ম্যাচ আগেও পয়েন্ট তালিকার তলানিতে থাকা বারবাডোজ এই জয়ে উঠে এসেছে শীর্ষ দুইয়ে।

১০ ম্যাচে পাঁচ জয়ের বিপরীতে তাদের হার পাঁচটি।