ক্রেইগ ব্র্যাথওয়েটের ‘মুক্তি’

বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরে গেছেন ক্রেইগ ব্র্যাথওয়েট। তাই আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে বাধা নেই ওয়েস্ট ইন্ডিজের এই অনিয়মিত অফ স্পিনারের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2019, 10:09 AM
Updated : 1 Oct 2019, 10:09 AM

চলতি বছরের শুরুতে কিংস্টনে ভারতের বিপক্ষে ক্যারিবিয়ানদের দ্বিতীয় টেস্ট প্রশ্নবিদ্ধ হয় ব্র্যাথওয়েটের বোলিং।

গত ১৪ সেপ্টেম্বর লাফবোরোতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন ব্র্যাথওয়েট। আইসিসি জানায়, এই অফ স্পিনারের সব ধরনের ডেলিভারিতেই কনুই নির্ধারিত সীমা ১৫ ডিগ্রির চেয়ে কম বাঁকে।

এর আগে ২০১৭ সালে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে প্রশ্নবিদ্ধ হয়েছিল ব্র্যাথওয়েটের বোলিং। সেবারও লাফবোরোতে পরীক্ষা দিয়ে উতরে যান।

ওয়েস্ট ইন্ডিজ দলে ব্র্যাথওয়েট মূলত ওপেনার। ৫৮ টেস্টে ৫৬.৯৪ গড়ে ১৮ উইকেট আছে তার।