ব্যাটে-বলে সাকিবের অবদান, প্লে-অফে বারবাডোজ

বাঁচা-মরার ম্যাচে ব্যাটে-বলে অবদান রাখলেন সাকিব আল হাসান। এগিয়ে এলেন অন্যরাও। মাঝারি পুঁজি নিয়েও সেন্ট লুসিয়া জুকসকে হারিয়ে চতুর্থধ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে বরবাডোজ ট্রাইডেন্টস।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2019, 05:23 AM
Updated : 30 Sept 2019, 05:23 AM

ব্রিজটাউনে রোববার ২৪ রানে জিতেছে বারবাডোজ। ৬ উইকেটে ১৪১ রান করা দলটি ৮ বল বাকি থাকতে ১১৭ রানে থামিয়ে দিয়েছে সেন্ট লুসিয়াকে।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বারবাডোজের। প্রথম ওভার শেষেই ক্রিজে যান সাকিব। জনসন চার্লসের সঙ্গে গড়েন ৬২ রানের জুটি। এক প্রান্তে বোলারদের ওপর চড়াও হওয়া ক্যারিবিয়ান ওপেনারকে দেন সঙ্গ। ২১ বলে দুই চারে সাকিব করেন ২২ রান।

৩৬ বলে ৪৭ রান করেন চার্লস। শেষের দিকে অপরাজিত ২৭ রানের ইনিংস খেলেন জাস্টিন গ্রেভাস।

এবারও সাকিবের হাতে নতুন বল তুলে দেন বারবাডোজ অধিনায়ক জেসন হোল্ডার। প্রথম ওভারে ৩ রান দেন সাকিব। পরের ওভারটি ছিল খরুচে, দেন ১২ রান।

নবম ওভারে ফিরে ফিরতি ক্যাচ নিয়ে থামান ঝড় তোলা কলিন ইনগ্রামকে। পঞ্চদশ ওভারে ফিরে সাকিব দেন মাত্র ২ রান। আঁটসাঁট সেই ওভারের পর দ্রুত উইকেট হারিয়ে আর পেরে উঠেনি সেন্ট লুসিয়া।

সাকিব ২০ রানে নেন ১ উইকেট। হেইডেন ওয়ালশ ৪ উইকেট নেন ২৬ রানে।

৯ ম্যাচে বারডোজের পয়েন্ট ৮। ৭ পয়েন্ট নিয়ে পাঁচে থেকে আসর শেল করল সেন্ট লুসিয়া।