মিঠুন ৯২, জহুরুল ৯০
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Sep 2019 08:43 PM BdST Updated: 29 Sep 2019 08:43 PM BdST
শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে নব্বইয়ের ঘরে গিয়ে সেঞ্চুরি না পাওয়ার হতাশা নিয়ে ফিরেছেন মোহাম্মদ মিঠুন ও জহুরুল ইসলাম। তবে তাদের ব্যাটেই প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়ছে বাংলাদেশ ‘এ’ দল।
তিন দিনের ম্যাচের প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ২৭০ রান। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।
সৌম্য সরকার ৮ ও মেহেদী হাসান মিরাজ খেলছেন ৭ রানে। শক্তিশালী দল নিয়ে খেলছে বাংলাদেশ। টেস্ট খেলার অভিজ্ঞতা নেই কেবল মেহেদী হাসান রানার।
ঘরোয়া ক্রিকেটে ভালো করে জাতীয় দলে ফেরার দাবি ক্রমশ জোরদার করা জহুরুল শুরুতে টেনেছেন দলকে। সাদমান ইসলামের সঙ্গে উপহার দিয়েছেন ৯০ রানের উদ্বোধনী জুটি। ৮ চারে ৫৩ রান করে সাদমান ফিরলে ভাঙে জুটি।
দুই অঙ্কে যেতে পারেননি শান্ত। মুমিনুল ফিরেন ১১ রান করে। চতুর্থ উইকেটে শতরানের জুটিতে দ্রুত ৩ উইকেট হারানোর ধাক্কা সামাল দেন জহুরুল-মিঠুন।
দ্রুত রান তোলা মিঠুন রান আউট হলে ভাঙে ১৩৭ রানের জুটি। তিন ছক্কা ও ১০ চারে ৯২ রান করেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। এরপর বেশিক্ষণ টিকেননি জহুরুল। বিশ্ব ফার্নান্দোর বলে এলবিডব্লিউ হয়ে শেষ হয় ২১০ বলে ৮ চারে গড়া তার ৯০ রানের ইনিংস।
দ্রুত ফিরেন নুরুল হাসান সোহান। দিনের বাকি সময়টা নিরাপদেই কাটিয়ে দেন সৌম্য ও মিরাজ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’ দল: ৮৫ ওভারে ২৭০/৬ (জহুরুল ৯০, সাদমান ৫৩, শান্ত ৪, মুমিনুল ১১, মিঠুন ৯২, সৌম্য ৮*, সোহান ১, মিরাজ ৭*; বিশ্ব ১/৪৯, অশিথা ১/৩৫, পুস্পপুকারা ০/৭৫, রমেশ ২/৪৩, প্রিয়াঞ্জন ১/৩৪, কামিন্দু ০/১৩, বান্দারা ০/১৮)
-
বর্ণবাদ রুখতে ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টিতে বিশেষ ব্যবস্থা
-
টেস্টে উন্নতির পথ খুঁজছে বিসিবি, বাড়তে পারে ম্যাচ ফি
-
জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না সাকিব
-
কোহলির রোগের দাওয়াই দিলেন বয়কট
-
‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’
-
শ্রীলঙ্কার আরও তিন ক্রিকেটার কোভিড পজিটিভ
-
গায়ানার উইকেটে স্পিনে সুবিধা দেখছেন মাহমুদউল্লাহ
-
বাংলাদেশের বোলিংয়ে অধিনায়কের অগাধ আস্থা
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- শাস্তি পেল বাংলাদেশ দল
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে শাস্তি, এটাতো মানবাধিকার লঙ্ঘন: প্রধানমন্ত্রী
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ