নতুন বল হাতে ৪ ওভারে ১৪ রানদিয়ে ১টি উইকেট নিয়েছেন সাকিব। পরে খেলেছেন ২৫ বলে ৩৮ রানের ইনিংস। হারলেও বারবাডোজেরপ্লে অফের সম্ভাবনা শেষ হয়ে যায়নি এখনও।
ম্যাচের প্রথম ওভারেই বোলিং পেয়েছিলেনসাকিব। দেননি কোনো রান। পাওয়ার প্লেতে ২ ওভারের প্রথম স্পেলে দেন ৪ রান। তৃতীয় ওভারেদেন ৬ রান। শেষ ওভার বোলিংয়ে আসেন ১৭তম ওভারে। প্রথম বলেই আর্ম ডেলিভারিতে ফেরান প্রতিপক্ষঅধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটকে। ওই ওভারেও দেন কেবল ৪ রান।
সেন্ট কিটসের শামারাহ ব্রুকস৩৩ বলে করেন ৫৩ রান। শেষ দিকে ১৩ বলে ২০ করেন ফ্যাবিয়ান অ্যালেন। ২০ ওভারে তোলে তারা১৪৯ রান।
রান তাড়ায় বারবাডোজ তৃতীয় ওভারেহারায় ওপেনার জনসন চার্লসকে। সাকিব নামেন তিনে। উইকেটে যাওয়ার পরপরই হাফিজকে টানা দুইবলে মারেন চার ও ছক্কা।
বাংলাদেশ অধিনায়ক এগিয়ে যাচ্ছিলেনস্বচ্ছন্দেই। কিন্তু ব্র্যাথওয়েটকে বেরিয়ে এসে খেলতে গিয়ে ইনিংস শেষ হয় লং অনে ক্যাচদিয়ে।
সাকিবের ৩৮ রানই হয়ে থাকে দলেরসর্বোচ্চ। ওপেনিংয়ে অ্যালেক্স হেলস ১৯ রান করতে খেলেন ২২ বল। আটে নেমে রেমন রিফার ৩ছক্কায় ১৮ বলে করেন ৩৪।
শেষ ওভারে সাকিবদের দরকার ছিল১২ রান। বাঁহাতি পেসার ডমিনিক ড্রেকসের করা ওভারের প্রথম বলটি ছিল ওয়াইড। পরের বলেছক্কা মারেন রিফার।
কিন্তু এরপর ৫ বলে ৫ রানের সমীকরণমেলাতে পারেনি বারবাডোজ। দ্বিতীয় বলে রান আউট হয়ে যান রিফার। শেষ বলে প্রয়োজন ছিল ২রান। ড্রেকস বোল্ড করে দেন হ্যারি গার্নিকে। ১ রানের জয়ে প্লে অফ নিশ্চিত করে ফেলেসেন্ট কিটস অ্যান্ড নেভিস।