এই টুর্নামেন্টে এর আগে ২০১৩, ২০১৬ ও ২০১৭আসরে খেলেছিলেন সাকিব। প্রথমবার খেলেছিলেন বার্বাডোজের হয়ে। পরের দুই আসরে খেলেন জ্যামাইকাতালাওয়াহসের হয়ে।
তিন আসরে মোট ২৪ ম্যাচ খেলে ২৪৩ রান করেনসাকিব, বল হাতে নেন ২৫ উইকেট। টুর্নামেন্টের ইতিহাসে সেরা বোলিং রেকর্ডও তার দখলে,২০১৩ সালে বার্বাডোজের হয়ে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন।
বার্বাডোজ কর্তৃপক্ষ মঙ্গলবার এক বিবৃতিতেসাকিবের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। জুন-জুলাইয়ে হওয়া বিশ্বকাপে আট ম্যাচে৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করা ও ১১ উইকেট নেওয়া সাকিব দলের জন্য বড় এক সম্পদ হবে বলে বিবৃতিতেআশা প্রকাশ করেছে দলটি।
আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ঘরেরমাঠে ত্রিদেশীয় সিরিজে খেলতে বর্তমানে জাতীয় দলের সঙ্গে আছে সাকিব। প্রাথমিক পর্বেচার ম্যাচে ৯৬ রান করার পাশাপাশি চার উইকেট নিয়েছেন তিনি।
ছয় ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে লিগেরপয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে আছে বার্বাডোজ।